।। প্রথম কলকাতা ।।
Pancreatitis: কোন কারণ ছাড়াই একটানা পেটে ব্যথা হচ্ছে? এই সমস্যাকে গ্যাস কিংবা অম্বল ভেবে উড়িয়ে দেবেন না। অনেকেই আছেন যারা ঘরের মধ্যে গাদা গাদা অ্যান্টাসিড রেখে দেন। একটু পেটে ব্যথা কিংবা বুকে জ্বালা হলেই মুড়ি মুড়কির মতো ওষুধ খেয়ে ফেলেন। কিন্তু এই অভ্যাস সমস্যাকে আরও জটিল করে তোলে। যদি একটানা পেটে ব্যথা হয় তাহলে অগ্ন্যাশয়ের প্রদাহ জনিত ব্যাথা হতে পারে। যাকে চিকিৎসাবিজ্ঞানের পরিভাষায় বলা হয় প্যানক্রিয়াটাইসিস। এই রোগকে যদি অজান্তে নিজের শরীরে পুষে রাখেন, তাহলে ভয়ঙ্কর বিপদ অপেক্ষা করছে। মানব শরীরের অগ্ন্যাশয় অর্থাৎ প্যানক্রিয়াসে থাকা গ্রন্থিতে সংক্রমণ বাসা বাঁধলেই তখন সমস্যা তৈরি হয়। এই রোগ মূলত দুই ধরনের। একটি অ্যাকিউট এবং অপরটি ক্রনিক। তবে পেটে ব্যাথা হলেই যে প্যানক্রিয়াটাইটিস হবে এমন নয়। এই রোগ থেকে আতঙ্কিত হওয়ার কিছু নেই, তবে সাবধানতা অবলম্বন করা জরুরি।
কেন হয় এই রোগ ?
•অগ্ন্যাশয়ের প্রদাহের মূল কারণ হল অতিরিক্ত মদ্যপান।
•পিত্তনালিতে পাথর পড়লেও এমন হয়।
•স্টেরয়েড জাতীয় ওষুধ কিংবা অপারেশনের পার্শ্ব প্রতিক্রিয়ায় অগ্ন্যাশয়ের প্রদাহ হতে পারে।
•হঠাৎ করে যদি দেহে লিপিড কিংবা কোলেস্টেরলের মাত্রা বেড়ে যায় তাহলে এই রোগ হতে পারে।
•দেহে ক্যালসিয়ামের মাত্রা বেশি হলেও এমনটা হয়ে থাকে।
প্যানক্রিয়াটাইটিস মারাত্মক আকারে পৌঁছালে কিডনি লিভার নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা তৈরি হয়। যদি সঠিক সময়ে রোগ নির্ণয় করে চিকিৎসা না শুরু হয় তাহলে রোগী মারাও যেতে পারেন। এই রোগের শুরুতেই চিকিৎসা করানো অত্যন্ত জরুরি। প্যানক্রিয়াটাইটিস নিয়ে উদাসীন হলে এক্কেবারে চলবে না। সঠিক চিকিৎসা পেলে রোগী ৭ থেকে ১০ দিনের মধ্যে সুস্থ হয়ে যেতে পারেন।
কীভাবে বুঝবেন?
যদি অ্যাকিউট প্যানক্রিয়াটাইটিস হয় তাহলে হঠাৎ করেই পেটের ওপরের অংশ এবং মাঝখানের তীব্র ব্যাথা হবে। এই ব্যাথা দিনের পর দিন ক্রমশ বাড়তে থাকবে। এমনকি গ্যাস্ট্রিকের ওষুধ, ব্যথানাশক কিংবা ইনজেকশনেও এই ব্যথা কমে না। ধীরে ধীরে এই ব্যথা পেট থেকে পিঠের পিছন দিকে ছড়িয়ে পড়ে, পাশাপাশি বমি হতে পারে। অসহ্য ব্যথার কারণে এই সময় রোগী একটু সামনের দিকে কুঁজো হয়ে বসে থাকেন, যাতে সামান্য আরাম মেলে। তাই ভুলেও প্যানক্রিয়াটাইটিসকে অবহেলা নয়। পেটে ব্যথা অনুভব করলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিন। সেই অনুযায়ী চিকিৎসা শুরু করুন।
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম