।। প্রথম কলকাতা ।।
Aamir-Fatima: কিছুদিন আগেই বলিপাড়ার অন্দরে কান পাতলে শোনা যাচ্ছিল, তৃতীয় বিয়ে করতে পারেন আমির খান। সম্প্রতি বাগদান সেড়েছেন ইরা খান আর নূপুর শিখরে। এরই মধ্যে ফের আবার বাবা আমির খানের তৃতীয় বিয়ে নিয়ে জল্পনা শুরু হয়ে গিয়েছে। যবে থেকে দ্বিতীয় বউ কিরণ রাওয়ের সঙ্গে ডিভোর্স হয়েছে অভিনেতার, তবে থেকেই তাঁর এবং ফতিমার সম্পর্ক নিয়ে গুঞ্জন শুরু হয়েছে। অনেকেরই ধারণা, ফতিমার প্রেমে পড়েছেন আমির। তাই দ্বিতীয় বিয়ের পাট চুকিয়ে এবার তৃতীয় বিয়ের পরিকল্পনা করছেন মিস্টার পারফেকশনিস্ট।
বৃহস্পতিবার সোশ্যাল মিডিয়ায় কিছু ছবি পোস্ট করেছেন অভিনেত্রী। যা এই বিয়ের জল্পনাকে আরেকটু ধোঁয়া দেয়। মূলত ছবির থেকেও বেশি তার ক্যাপশন সকলের নজর কেড়েছে। সোশ্যাল মিডিয়ায় নিজের সাম্প্রতিক ফটোশ্যুটের বেশ কয়েকটি ছবি পোস্ট করেছেন দঙ্গল নায়িকা। যেখানে লিখেছেন, ‘To do or Knot to do, That is the question…’। এখানে নট বলতে অভিনেত্রী কিসের কথা বলতে চেয়েছেন, তাই নিয়ে প্রশ্ন নেটিজেনদের মধ্যে। লেহঙ্গার ব্লাউজের ফিতের নট নাকি? গাঁটছড়া! সেটাই বুঝে ওঠা যাচ্ছে না।
ছবিতে সাদা রঙের লেহেঙ্গার সঙ্গে পাটের একটি ব্লাউজ পরে হট দেখাচ্ছে অভিনেত্রীকে। একটি ভিন্টেজ গাড়ির সামনে পোজ দিয়ে ছবি তুলেছেন বলিউডের এই সুন্দরী। আর তাঁর এই ছবিতে হৃদয়ের চিহ্ন এঁকেছেন আমির কন্যা ইরা। যার ফলে আমির খানের তৃতীয় বিয়ে নিয়ে জল্পনা তৈরি হয়েছে। কেউ ইরাকে উদ্দেশ্য করে মন্তব্য করেন, ‘নতুন মার সঙ্গে ভাব জমাছো নাকি তুমি?’ কেউ আবার লিখেছেন, ‘নিজের এনগেজমেন্টের পর শুরু বাবার বিয়ের প্রস্তুতি ‘। আরেকজন আবার আমির আর ফতিমার বিয়ে নিয়ে সোজাসুজি প্রশ্ন করে বসলেন। কেউ আবার শুধু অভিনেত্রীর সুন্দরতার তারিফ করেছেন। এদিন ফতিমার পোস্ট ঝড় তুলেছে নেটমাধ্যমে।
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম