।। প্রথম কলকাতা ।।
Aamir Khan: হাইট নিয়ে চরম ইনসিকিউরিটিতে ভুগতেন আমির খান। কাজ পাবেন তো? দুশ্চিন্তায় ভুগতেন মিস্টার পারফেকশনিস্ট। আমিরের এই অজানা কাহিনী কি আপনি শুনেছেন? জানেন কি মিস্টার পারফেকশনিস্ট নাকি প্রতিদিন স্নানও করেন না। আমির খান নাকি বড়োই নোংরা। একবার তো টানা ১২ দিন অবধি স্নান করেননি তিনি। এমন নানা ঘটনা রয়েছে আমিরের জীবনে।
এমনিতে আমির যে কত গুণের অধিকারী সেটা আপনি ভাবতেও পারবেন না। অথচ এই আমির নিজের হাইট নিয়েই ইনসিকিউরিটিতে ভুগতেন। বলিপাড়ায় তখন ছয় ফুটের ছড়াছড়ি। অথচ আমিরের হাইট তো সেখানে নগণ্য। অভিনেতার মনে হয়েছিল, লোকে হয়ত তাকে টিঙ্গু বলে ডাকবে। শোনা যায়, এই ইনসিকিউরিটি কাটতে নাকি অনেক সময় লেগেছিল আমিরের।
আর এটা তো অনেকেই জানেন না যে, স্কুলে পড়ার সময় দূর্দান্ত লন টেনিস খেলতেন আমির। রাজ্যস্তর অবধি টেনিস খেলেছেন তিনি। অভিনয় জগতে না এলে কে বলতে পারত, তিনি হয়ত কোনও বিশ্বস্তরের টেনিস প্লেয়ার হতেন। হ্যাঁ, হতেই তো পারত সেটা। ছোট থেকেই ছিলেন বড্ড জেদি। নিজে যেটা ঠিক মনে করতেন তিনি সেটাই করতেন। এই যে তার অভিনয়ে আসা, সেটাও কিন্তু বাবার অমতেই।
তার বাবা চাননিই যে আমির কখনও সিনেমা করুক। কিন্তু ঐ যে, আমির ততক্ষণে মনস্থির করে নিয়েছেন। যোগ দিলেন থিয়েটারে। সেখানে প্রায় দু’টো বছর ব্যাকস্টেজেই কাজ করেছেন। কারণ অভিনয় শেখার জন্য থিয়েটারের চেয়ে ভালো কিছু হয় নাকি?
আচ্ছা আপনি জানেন, মাত্র ১৬ বছর বয়সে আস্ত একটা সিনেমা বানিয়ে ফেলেছিলেন আমির। বন্ধু আদিত্য ভট্টাচার্যের সাহায্যে একটি নির্বাক ছবি তৈরি করেছিলেন তিনি। ছবিটির নাম ‘পারোনোইয়া’। আপনি যদি আমির ফ্যান হন তাহলে ছবিটা একবার দেখে ফেলতেই পারেন। বেশ নস্টালজিক হবে কিন্তু ব্যাপারটা।
আমিরের প্রথম ছবি ‘হোলি’ কিন্তু খুব বড় কোনও ব্যানারে হয়নি। ছবিটি তৈরি করেছিল ফিলম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউট অব ইন্ডিয়া-র ছাত্ররা। এবং এটাই সেই ছবি যেখানে আমিরের চরিত্রের নাম ছিল ‘আমির হুসেন খান’। হ্যাঁ, এরকমই সব ইউনিক ইউনিক ব্যাপার রয়েছে আমিরের কেরিয়ারে। সত্যিই আমিরের কেরিয়ার গ্রাফটা কিন্তু দারুণ ইন্টারেস্টিং। ছোট বাজেটের মুভি থেকে শুরু করে বড় বাজেটের মুভি সব করেছেন তিনি। দিয়েছেন ‘দঙ্গল’র মত বড় হিট।
তো এই বাজেটের কথা বলতে গিয়ে মনে পড়ল ‘ক্যায়ামত সে ক্যায়ামত তক’এর কথা। জানেন এই ছবির বাজেট এতটাই কম ছিল যে, পোস্টার অবধি আমির খান নিজেই লাগিয়েছিলেন। গোটা শহর ঘুরে ঘুরে বাসে, ট্রেনে, শহরের অলিতে গলিতে গিয়ে পোস্টার লাগিয়েছিলেন তিনি। ভাবতে পারছেন বিষয়টা? আজকের সুপারস্টার আমির খান, যার পেছনে দুনিয়া ছোটে তিনি নাকি নিজে হাতে ছবির পোস্টার বিলি করেছিলেন।
আসলে তার জেদ বড্ড বেশি। কখনও ভেবে দেখেছেন যে, আমিরকে কেন কোনও অ্যাওয়ার্ড শো’তে দেখা যায়না? এটার পেছনেও একটা গল্প আছে কিন্তু। এটা শুরু হয় ১৯৯০ সাল থেকে। সেবার সানি দেওল আর আমির খান দুজনেই সেরা অভিনেতার মনোনয়ন পান। আমির খুব আশা করেছিলেন এই পুরস্কারটা তিনিই পাবেন। কিন্তু হয় উল্টো। তারপর থেকেই নাকি আর কোনো অ্যাওয়ার্ড শো-তে দেখা যায়নি তাকে। যদিও তাতে তাতে ন্যাশনাল ফিল্ম অ্যাওয়ার্ড, পদ্মশ্রী, পদ্মভূষণ এসব সম্মাননা কেউ আটকাতে পারেনি। হ্যাঁ, এটাই হচ্ছে আমির খান।
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম