।। প্রথম কলকাতা ।।
Tight Security Of Kolkata: আর কয়েক ঘণ্টার অপেক্ষা মাত্র। তারপরেই ঘড়ির কাঁটায় রাত বারোটা বাজতে না বাজতেই বিশ্ববাসী নতুন বছরকে (New Year) স্বাগত জানাবেন। এর প্রস্তুতি ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। বছরের শেষ এবং নতুন বছর শুরুর এই সময়টিতে যাতে কাউকে কোন অপ্রীতিকর ঘটনার মুখোমুখি না হতে হয় সেই দায়িত্ব ইতিমধ্যেই নিয়েছে কলকাতা পুলিশ (Kolkata Police)। বর্ষবরণকে কেন্দ্র করে গোটা কলকাতা শহরজুড়ে পুলিশি নিরাপত্তার (Tight Security) চাদর বিছিয়ে দেওয়া হয়েছে। কোন দিকে কোনরকম ত্রুটি রাখতে চাইছেন না দায়িত্বপ্রাপ্ত পুলিশ আধিকারিকরা।
সূত্রের খবর অনুযায়ী, ৩১ ডিসেম্বর এবং ১ জানুয়ারি শুধু কলকাতায় প্রায় কয়েক হাজার পুলিশ কর্মী মোতায়েন করা হয়েছে। শুনলে অবাক হবেন শুধুমাত্র পার্ক স্ট্রিটেই (Park Street) মোতায়েন করা হয়েছে প্রায় আড়াই হাজার পুলিশ কর্মী। এছাড়াও গোটা শহরকে দশটি সেক্টরে ভাগ করে নেওয়া হয়েছে। প্রত্যেকটি সেক্টরের নিরাপত্তার দায়িত্বে রয়েছেন ডিসি পদ মর্যাদার অফিসাররা । এছাড়াও ইতিমধ্যে ব্যবস্থা করে রাখা হয়েছে ৫৮ টি পিসিআর ভ্যানের । এই পিসিআর ভ্যানগুলির মধ্যে ২৩ টি থাকবে পার্কস্ট্রিট চত্বরেই। তৈরি করা হয়েছে দুটি ক্যুইক রেসপন্স টিম (Quick Response Team) ।
এছাড়াও রাস্তার নামতে চলেছেন সাদা পোশাকের উইনার্স ব্রিগেডের মহিলা পুলিশ কর্মীরা । শহর জুড়ে ব্যবস্থা করা হয়েছে ৯৭ টি নাকা পয়েন্ট সহ ১৫ টি পুলিশ অ্যাসিস্ট্যান্ট বুথের । যেহেতু পার্ক স্ট্রিট চত্বরে সব থেকে বেশি ভিড় হওয়ার আশঙ্কা করা হচ্ছে তাই সেখানে ১১ টি ওয়াচ টাওয়ার তৈরি করা হয়েছে। এর মাধ্যমে ১ তারিখ পর্যন্ত নজরদারি চালানো হবে। গোটা শহরকে পাখির চোখে দেখার জন্য ব্যবস্থা করা হয়েছে ড্রোনের (Drone) । এর মাধ্যমে শহরের সুরক্ষা আরও নিশ্চিত করা যাবে বলে দাবি পুলিশের। এছাড়াও শহরের যে সকল পর্যটন কেন্দ্র গুলি রয়েছে সেখানেও পুলিশের নিরাপত্তা থাকবে।
এই বছরের শেষ এবং নতুন বছরের শুরুর দিনটি যাতে একেবারেই নির্বিঘ্নে কাটাতে পারেন কলকাতাবাসী তার সমস্ত বন্দোবস্ত করা হয়েছে কলকাতা পুলিশের তরফ থেকে। এর আগে ২৫ ডিসেম্বর বড়দিন উপলক্ষ্যে জনজোয়ারে ভেসে ছিল পার্কস্ট্রিটের রাস্তা। সেখানেও বহু সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছিল নিরাপত্তার খাতিরে। তাই নিউ ইয়ার ইভ (New Year Eve) এবং নিউ ইয়ারের প্রথম দিনে একই রকম ব্যবস্থা থাকছে তিলোত্তমায়।
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম