।। প্রথম কলকাতা ।।
Bappi Lahiri WBR: তাঁর না থাকা সঙ্গীত জগতের জন্য অনেক বড় ক্ষতি। চলতি বছরের ১৫ ফেব্রুয়ারি সঙ্গীত দুনিয়া হারিয়েছে তাঁদের প্রিয় শিল্পী বাপ্পি লাহিড়ীকে। চলতি মাসের ২৭ তারিখ ছিল সেই শিল্পীরই জন্মদিন। এবার তাঁর জন্মদিনের শুভক্ষণে London’s World Book of Records বা WBR-এর পক্ষ থেকে সম্মান জানিয়ে একটি বিশেষ কভার ও ডাকটিকিটের ঘোষণা করা হয়েছে। WBR-এর কর্ণধারের পক্ষ থেকে সঙ্গীত পরিচালক উসমান খান এই বিশেষ ঘোষণা করেন। বর্তমানে তিনিই WBR-এর প্রেসিডেন্ট।
এদিকে বাপ্পি লাহিড়ীর প্রতি WBR-এর সম্মান প্রদর্শনে খুশি তাঁর পরিবার। ‘এই সময়’-এ প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী ভারত সরকারের যোগাযোগ মন্ত্রকের পক্ষ থেকে দেওয়া চিঠি গ্রহণ করেছেন স্ত্রী চিত্রানি, মেয়ে রিমা ও নাতি সাত্ত্বিক। বাপ্পিদার মেয়ের কথায়, ‘বাবাই ছিল আমার মেন্টর, আমার শক্তি, আমার গাইড। খুব তাড়াতাড়ি চলে গেল। তবুও আজ মনে হয় বাবা আমাদের সঙ্গেই আছেন’। অন্যদিকে কেক কেটে দাদুর জন্মদিন পালন করেছে নাতি সাত্ত্বিক। তাঁর বক্তব্য, ‘আমি দাদুকে খুবই মিস করি। নিজের প্রতিভার মধ্য দিয়ে দাদুর মুখ উজ্জ্বল করতে চাই। আমার বিশ্বাস ওঁনার আশীর্বাদ আমার সঙ্গে সব সময় থাকবে’।
অন্যদিকে WBR-এর কর্ণধার সন্তোষ শুক্লা জানিয়েছেন, ‘কয়েক দশক ধরে বাপ্পিদাকে চিনি আমি। ওঁনার এনার্জি সর্বদা আমাকে অনুপ্রাণিত করত। আমাদের তরফ থেকে কভার ও ডাকটিকিট তাঁর প্রতি শ্রদ্ধা জ্ঞাপনের একটা ছোট্ট প্রয়াস মাত্র। তাঁর স্ত্রীর হাতে এই সম্মান তুলে দিতে পেরে আমরা অত্যন্ত গর্বিত’। উসমান খানের কথায়, আমরা চেয়েছিলাম বাপ্পিদার উপস্থিতিতেই এই সম্মান প্রদান করব। খুব শীঘ্রই এই মর্মে WBR-এর পক্ষ থেকে একটি অনুষ্ঠানের আয়োজন করা হবে।
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম