।। প্রথম কলকাতা ।।
FIFA WORLD CUP : ২০২২ এর ফুটবল বিশ্বকাপ (FIFA World Cup) নিয়ে ফুটবলপ্রেমীদের উন্মাদনা চলতি বছরে ছিল চোখে পড়ার মতো। এবছর ফিফা ওয়ার্ল্ড কাপের আসর বসে কাতারে। দেখতে দেখতে চলে এল শেষের দিন। আজ ফাইনাল অর্থাৎ ফুটবল বিশ্বকাপের পর্দা নামতে চলেছে। যে ৩২ টি দল নিয়ে শুরু হয়েছিল কাতার বিশ্বকাপ এখন সেখানে টিকে রয়েছে কেবল আর্জেন্টিনা (Argentina) এবং ফ্রান্স (France)। রবিবার রাতেই জয়ের মুকুট উঠবে যে কোন একটি দলের মাথায় । আর অপর দলের স্বপ্নভঙ্গ। সকল ফুটবলপ্রেমীদের চোখ আজ থাকবে টিভির পর্দায় কিংবা ফোনের স্ক্রিনে । তবে গোবরডাঙ্গার একদল ফুটবলপ্রেমী নিজেদের বিনোদনের ব্যবস্থা নিজেরাই করে নিয়েছেন।
উত্তর ২৪ পরগনার (North 24 Pargana) গোবরডাঙ্গার সরকারপাড়া (Gobardanga Sarkar Para) আজ এক টুকরো কাতার। কারণ সেখানে সেজে উঠেছে কাতার স্টেডিয়াম (Qatar)। প্রথমটায় নজর পড়লে হয়তো মনে হতে পারে কাতার স্টেডিয়ামে প্রবেশ করেছেন আপনি। চাইলে মেসি-এমবাপের মত প্লেয়ারদের সঙ্গে দু- একটা সেলফিও তুলে নিতে পারবেন। বিভিন্ন দলের পতাকা, বিভিন্ন খেলোয়াড়দের ছবি, কাট আউট একইসঙ্গে লেজার লাইট আরও অন্যান্য লাইট সহ সাউন্ড সিস্টেম দিয়ে সাজিয়ে তোলা হয়েছে বেশ খানিকটা জায়গা। সেখানে রয়েছে বিভিন্ন দলের পতাকা, রাস্তা সাজানো হয়েছে টুনি লাইট এবং বড় বড় ব্যানারে। কারণ কাতারে আজ মুখোমুখি হতে চলেছে আর্জেন্টিনা ও ফ্রান্স।
তাই ফুটবল বিশ্বকাপের ফাইনাল ম্যাচের আনন্দ একসাথে উপভোগ করার জন্য এই বিরাট আয়োজন সরকারপাড়ায় । এলাকার কয়েকজন যুবকের প্রচেষ্টাতেই এই ব্যবস্থা। উষাপ্রসন্ন মণ্ডল নামে এক মেসি ভক্ত জানান, বিশ্বের বিভিন্ন জায়গায় ফিফা ওয়ার্ল্ড কাপ আয়োজন করা হয়। কিন্তু সেই সমস্ত জায়গায় পৌঁছানো সকলের পক্ষে সম্ভব হয় না। এই বছর যেহেতু কাতারে ফুটবল ওয়ার্ল্ডকাপ আয়োজন করা হয়েছে তাই তাঁরা গোবরডাঙ্গাতে এক টুকরো কাতার স্টেডিয়াম সাজিয়ে তুলেছেন। তাঁর কথায়, বড় বড় ফুটবল প্লেয়ারদের বিভিন্ন মুহূর্তের ছবি দিয়ে সাজানো হয়েছে সম্পূর্ণ জায়গাটিকে। একসঙ্গে খেলা দেখার আনন্দ হাতছাড়া করতে চাইছেন না তাঁরা।
বিভিন্ন দলের সাপোর্টারদের মধ্যে গল্প গুজব, খেলা দেখা, আড্ডা, অল্প বিস্তার খুনসুটি সব মিলিয়ে রবিবারের ফাইনাল ম্যাচ জমিয়ে তোলার এই ছোট্ট প্রচেষ্টা। এছাড়াও এই যুবক দলের তরফ থেকে উদ্যোগ নেওয়া হয়েছে এলাকার কিছু বাচ্চাদের হাতে খেলার সামগ্রী তুলে দেওয়ার। সবশেষে আর্জেন্টিনা জিতবে কিনা প্রশ্নের উত্তরে দৃঢ় বিশ্বাসের সঙ্গে তিনি জানান, ‘অবশ্যই’। সৌরভ বিশ্বাস নামে এক যুবক জানান, ২০১৪ তে তাঁরা ব্রাজিল ওয়ার্ল্ড কাপ এই ভাবেই উদযাপন করেছিলেন। ২০১৮ তেও তা বাদ যায়নি আর এবার ২০২২। সে রীতি এখনও চলছে। অর্থাৎ এক কথায় বলতে গেলে জমজমাট সরকার পাড়ার কাতার বিশ্বকাপ। প্রত্যেক দলের সমর্থকদের সঙ্গে নিয়ে ফিফা ওয়ার্ল্ড কাপের শেষ রাতের সীমাহীন আনন্দ উপভোগ করতে তৈরি সরকারপাড়ার যুবদল।
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম