।। প্রথম কলকাতা।।
Siberian tigers: এবার শীতে দার্জিলিঙের পদ্মজা নাইডুল হিমালয়ান জুওলজিক্যাল পার্কের বিশেষ আকর্ষণ সাইবেরিয়ার জোড়া বাঘের। কাঠের বাক্স করে বাঘ দুটিকে বিমানে আনা হয় কলকাতায়। তারপর শীতাতপ নিয়ন্ত্রিত অ্যাম্বুলেন্সে করে শিলিগুড়ির বেঙ্গল সাফারি পার্কে তাদের নিয়ে যাওয়া হবে। সেখান থেকে তাদের চিড়িয়াখানায় পৌঁছে দেওয়া হবে অন্য একটি অ্যাম্বুলেন্সে করে । জানা গেছে, পদ্মজা নাইডুল হিমালয়ান জুওলজিক্যাল পার্কে সাইবেরিয়ান বাঘ থাকলেও কয়েক বছর আগে তাদের মৃত্যু হয়। তাই আবার নতুন করে বাঘ আনার জন্য সাইপ্রাসের কাছে আবেদন জানানো হয়। মূলত এক্সচেঞ্জ পদ্ধতিতেই ওই বাঘ দুটিকে নিয়ে আসা হল এখানে। পরিবর্তে ভারত থেকে ২টি লাল পান্ডা পাঠানো হয়েছে সাইবেরিয়াতে। সাইপ্রাস থেকে আসা পুরুষ এবং স্ত্রী বাঘের বয়স দেড় বছর।
জানা গেছে , দার্জিলিং চিড়িয়াখানা থেকে একটি ছয় বছর বয়সি পুরুষ রেড পান্ডা এবং একটি দুই বছর বয়সি মহিলা পান্ডাকে সাইপ্রাস চিড়িয়াখানায় পাঠানো হবে। কারণ দার্জিলিং চিড়িয়াখানায় গোটা দেশে একমাত্র রেড পান্ডাদের প্রজনন করা হয়। চিড়িয়াখানায় পৌঁছানোর জন্য কোন ভাবেই তাদের যাতে অসুবিধা না হয়, তা জন্য তাদের এই ভাবে আনা হচ্ছে। অ্যাম্বুলেন্সে একজন চিকিৎসকও থাকবেন, যাতে তাদের কোনও রকম অসুবিধা না হয় সেদিকে নজর রাখতে। সব শেষে একটা কথায় বলার শীতে দার্জিলিং চিড়িয়াখানায় দেখা মিলবে জোড়া সাইবেরিয়ান বাঘের।
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম