।। প্রথম কলকাতা ।।
Satish Kaushik: প্রবীণ অভিনেতা-চলচ্চিত্র নির্মাতা সতীশ কৌশিকের মৃত্যুর তদন্তে নয়া মোড়। ৮ মার্চ দিল্লিতে এক বন্ধুর খামারবাড়িতে হোলি উৎসব পালনে উপস্থিত ছিলেন সতীশ কৌশিক (Satish Kaushik)। সেখানেই শারীরিক অসুস্থতা অনুভব করার পর তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতালে যাওয়ার পথেই হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় বর্ষীয়ান এই অভিনেতার। যে খামারবাড়িতে তিনি হোলি উৎসবে উপস্থিত ছিলেন সেটি ছিল ব্যবসায়ী এবং কুবের গ্রুপের পরিচালক বিকাশ মালুর।
এদিন বিকাশ মালুই দ্বিতীয় স্ত্রী সানভি মালু তার স্বামীর বিরুদ্ধে সতীশ কৌশিকের উপর বিষ প্রয়োগের অভিযোগ এনে দিল্লি পুলিশ কমিশনারকে চিঠি দিয়েছেন। মহিলার চিঠি অনুসারে, কৌশিক ব্যবসায়ীকে ১৫ কোটি টাকা ঋণ দিয়েছিলেন এবং তার টাকা ফেরত পেতে একবার বিদেশে ব্যবসায়ীর সঙ্গে দেখা করেছিলেন সতীশ। এই নিয়ে দুজনের মধ্যে তুমুল তর্কাতর্কি হয়েছিল বলে অভিযোগ। বিকাশ টাকা ফেরত দেওয়ার প্রতিশ্রুতিও দিয়েছিলেন।
সানভি মালুর চিঠিতে আরও দাবি করা হয়েছে যে যেহেতু অভিনেতা তার স্বামীর ফার্মহাউসে অসুস্থ হয়ে পড়েছিলেন, তাই তিনি কৌশিকের মৃত্যুর সঙ্গে তার স্বামীর জড়িত থাকার সন্দেহ করেছিলেন। তার অভিযোগ, টাকা ফেরত না দেওয়ার জন্য বিকাশ মালু তার উপর বিষ প্রয়োগ করতে পারে। যদিও এই বিষয়ে এখন পর্যন্ত কৌশিকের পরিবারও কোনো অভিযোগ করেনি। যদিও কৌশিকের ময়নাতদন্ত রিপোর্ট নিশ্চিত করেছে যে অভিনেতা হৃদরোগে মারা গেছেন।
এটা লক্ষণীয় যে সানভি মালু তার স্বামীর বিরুদ্ধে অন্যায় করার অভিযোগ এই প্রথমবার নয়। রিপোর্ট অনুযায়ী, গত বছর তিনি তার স্বামীর বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ তুলেছিলেন। সানভি মালুর নতুন অভিযোগের বিষয়ে দিল্লি পুলিশ এখনও কোনও মন্তব্য করেনি। এনডিটিভির রিপোর্ট অনুসারে, পুলিশ ব্যবসায়ীর ফার্মহাউস থেকে ‘আপত্তিকর ওষুধ’ উদ্ধার করেছে। পুরো বিষয়টি তদন্ত করছে পুলিশ।
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম