।। প্রথম কলকাতা ।।
Babil Khan: বিনোদন জগতের একটা বড় অংশে দীর্ঘদিন ধরে নিজেদের রাজত্ব কায়েম রেখেছে বলিউড (Bollywood)। সেই বলিউড বর্তমানে ধুঁকছে বলা যায়। যদিও বা তার মধ্য থেকে কিছু কিছু সিনেমা দর্শকদের অন্যভাবে ভাবতে বাধ্য করেছে। যেখানে বলিউডের বিরুদ্ধে অনেকেরই অভিযোগ নতুন ট্যালেন্টকে জায়গা না দেওয়া এবং স্টারকিডদের আধিপত্য বিস্তার, সেখানে বাধা ধরা ছক ভেঙেছেন এই অভিনেতা। তিনি বলিউডে নবাগত। তবে তাঁর অভিনয় সে কথা বলে না। অভিনয়ের পাশাপাশি নিজের সাদামাটা জীবন যাপন এবং আন্তরিক আচরণ হৃদয় ছুঁয়ে গিয়েছে ভক্তদের। তিনি আর কেউ নন ইরফান পুত্র বাবিল খান (Babil Khan)।
বাবা ইরফান খান বিনোদন জগতের এমন একজন নক্ষত্র ছিলেন যিনি যে কোন ধাঁচের চরিত্রে নিজেকে ঢেলে সাজাতে পারতেন। তাঁর অভিনয়ের ফ্যান বহু মানুষ। বক্স অফিসে ইরফান মানেই একটা জবরদস্ত হিট। তবে সেই গুণী ব্যক্তিত্বকে হারিয়ে ফেলেছে বিনোদন জগত একই সঙ্গে তাঁর অনুরাগীরা। কিন্তু বর্তমানে ভক্তরা বলছেন, ইরফানের প্রতিচ্ছবি দেখতে পাওয়া যাচ্ছে বলিউডে। সেটা আর কেউ নয়, তাঁর নিজের পুত্র বাবিল। সেলেব ট্যাগ জুড়েছে তাঁর নামের সঙ্গে। কিন্তু নিজেকে সেলিব্রিটি ভাবতে পারছেন না তিনি। সব সময় মুখে চওড়া হাসি আর আশেপাশে থাকা মানুষদের সঙ্গে আন্তরিক ব্যবহার।
এই ভাবেই তিনি মন জিতে নিয়েছেন প্যাপারাৎজি থেকে সাধারণ মানুষের। ইরফানের মতো একজন বড় মাপের তারকার সন্তান অথচ তাঁর মধ্যে অহংকারের বিন্দুমাত্র ছিটেফোঁটা নেই। তিনি সদ্য তার ডেবিউ ফিল্ম সম্পন্ন করেছেন। ‘কালা’ (Qala) সিনেমায় বাবিল কাজ করেছেন বড় মাপের অভিনেতা-অভিনেত্রীদের সঙ্গে । কিন্তু তাদের সামনে বাবিলের অভিনয় কোন অংশের ফিকে হয়নি। বরং তাঁর অভিনয় দেখে তাকে ফ্রেশার ভাবা মুশকিল। তা্ঁর জীবনযাপন একেবারেই সাধারণ। বাইরে বেরোলে তাঁর সঙ্গে দেখা যায় না কোন বডিগার্ড , মার্সিডিজ গাড়ি চড়ানো ধুম নেই। বরং প্যাপ বন্ধুরা তাকে দেখে ছুটে এলে সে কথা বিশ্বাসই করতে পারেন না বাবিল।
হেসে সবার সঙ্গে হাত মিলিয়ে সৌজন্য বিনিময় করেন। এছাড়াও বলিউডের যেকোনো তারকাদের সঙ্গে দেখা হলেই হাসিমুখে তাদের কাছে এগিয়ে যান , তাঁরাও স্নেহে আলিঙ্গন করেন বাবিলকে। এই ধরনের ছবি বেশ কয়েকবার দেখতে পাওয়া গিয়েছে। নেটফ্লিক্সের ছবি ‘কালা’তে তিনি অভিনয় করেছেন একজন উদীয়মান সঙ্গীত শিল্পীর ভূমিকায় । তাঁর সঙ্গে এই ছবিতে অভিনয় করেছেন স্বস্তিকা মুখার্জি থেকে শুরু করে তৃপ্তি ডিমরি। তাঁর চমৎকার অভিনয় তাক লাগিয়েছে দর্শকদের। নেটিজেনরা বলছেন, বাবার একেবারে যোগ্য পুত্র হল বাবিল। শিক্ষিত এবং মার্জিত পরিবারের বেড়ে ওঠার ফসল কি না! কেউ বলেছেন ‘বাপকা বেটা’, আবার কারও মতে, ‘বাবার মতোই মাটির মানুষ’।
শাহরুখপুত্র কিংবা মালাইকা পুত্রর মত অগণিত বান্ধবীর ভিড়ে দেখতে পাওয়া যায় না বাবিলকে। না নিত্যনতুন কোন কাণ্ডে নিজের নাম জড়ান তিনি। একেবারেই সাদামাটা এক তরুণ, যিনি অভিনয়কে মন প্রাণ দিয়ে ভালোবাসেন। আর ঠিক বাবার মতোই দর্শকদের মন জয় করে নেওয়ার ক্ষমতা রাখেন।
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম