।। প্রথম কলকাতা।।
Cooch Behar Blast : বছরের প্রথম দিন নিয়ে যেখানে প্রত্যেকটি মানুষের মধ্যেই কম বেশি আনন্দ উচ্ছাস রয়েছে ঠিক সেই সময় কোচবিহারের ( Cooch Behar) মাথাভাঙায় একেবারেই অকল্পনীয় একটি ঘটনা ঘটল। বল ভেবে খেলতে গিয়ে বোমা বিস্ফোরণের ( Bomb Blast) জেরে রীতিমতো ঝলসে গেল বছর নয়েকের এক শিশু। তড়িঘড়ি ওই শিশুকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় মাথাভাঙা মহাকুমা হাসপাতালে । পরবর্তীতে তাকে স্থানান্তরিত করা হয় উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালে । সেখানেই বর্তমানে চিকিৎসাধীন রয়েছে সে। এই বোমা বিস্ফোরণের ঘটনাকে কেন্দ্র করে স্বাভাবিকভাবেই স্থানীয় বাসিন্দাদের মধ্যে ব্যাপক উত্তেজনা সৃষ্টি হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে মাঠে নামে বিশাল পুলিশ বাহিনী ( Police Force)।
এই ঘটনাটি ঘটে কোচবিহারের মাথাভাঙার ( Mathavanga) কেদারহাট এলাকায় । রবিবার সেখানেই সকালের দিকে ওই নাবালক খেলছিল বলে জানা যায় । কাছাকাছি একটি কালভার্টের নিচে সে বল জাতীয় একটি বস্তু পরে থাকতে দেখে। স্থানীয়দের দাবি , কালভার্টের নিচ থেকে ওই বলের মতো বস্তুটি বের করে নিয়ে আসার সময়ই সেটি বিকট শব্দে ফেটে যায়। যা দেখে স্পষ্ট বোঝা যায় কালভার্টের নিচে বল নয় বরং ছিল বোমা। এই বিস্ফোরণের তীব্রতা এতটাই বেশি ছিল যে ওই শিশুটি ছিটকে কিছুটা দূরে গিয়ে পড়ে।
ঘটনাস্থলে এসে উপস্থিত হয় স্থানীয় বাসিন্দারা। রক্তাক্ত অবস্থায় ওই শিশুটিকে পড়ে থাকতে দেখা যায় সেখানে। স্থানীয় সূত্রে খবর, ওই শিশুটির পরিবার মাঠে চাষের কাজে এসেছিল। সেও পরিবারের সঙ্গেই এসেছিল। আর তারপরেই এই দুর্ঘটনা। কীভাবে সেখানে বোমা এল, কারাই বা বোমা মজুত করে রাখল এই বিষয়টি তদন্ত সাপেক্ষ, এমনটাই জানা গেছে পুলিশ সূত্রে । দিনে দুপুরে বোমা বিস্ফোরণের ঘটনাকে কেন্দ্র করে এলাকা একেবারে থমথমে। যদিও সেখানে বিশাল পুলিশ বাহিনী রয়েছে কিন্তু শেষ পাওয়া খবর অনুযায়ী এই ঘটনায় এখনও পর্যন্ত কাউকেই গ্রেফতার করে উঠতে পারেনি পুলিশ।
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম