।। প্রথম কলকাতা ।।
Asteroid Attack On Earth: নতুন বছরের (New Year) শুরুতেই বিজ্ঞানী মহল রয়েছে একটু দুশ্চিন্তায়। জানুয়ারীর ২ তারিখে পৃথিবীর দিকে আসছে একটি বড়সড় গ্রহাণু (Asteroid), যার আকৃতি একটি বিমানের সমান। এই গ্রহাণুর সঙ্গে যদি পৃথিবীর সংঘর্ষ হয় তাহলে পরিণতি হবে ভয়ঙ্কর। তাই আশঙ্কায় রয়েছেন অনেকেই। যদিও এমন পরিস্থিতি এই নতুন নতুন নয়। বহুবার এই ধরণের আশঙ্কা তৈরি হয়েছে। ২০২৩ সালে অনেক গ্রহাণু পৃথিবীর জন্য হুমকি হয়ে রয়েছে।
জানুয়ারীর প্রথমেই একটি ৭৬ ফুট উল্কা পৃথিবীর খুব কাছ দিয়ে যাবে। যা খুব দ্রুত গতিতে এগিয়ে চলেছে। মার্কিন মহাকাশ সংস্থা নাসা জানিয়েছে, একদিনে ৫টি গ্রহাণু পৃথিবীর দিকে দ্রুত এগিয়ে আসছে এবং খুব কাছ থেকে চলে যাবে। ২০২২ সালেও, অনেকগুলি গ্রহাণু পৃথিবীর কাছাকাছি দিয়ে গিয়েছে। এর মধ্যে কয়েকটি উল্কা পৃথিবীর সীমানায় প্রবেশের ঝুঁকিতেও ছিল।
নাসা জানিয়েছে যে ৫টি উল্কাপিন্ডের একটিও পৃথিবীতে আঘাত করবে না। কিন্তু তারা পৃথিবীর খুব কাছাকাছি থাকার পর এগিয়ে যাবে। নাসার প্ল্যানেটারি ডিফেন্স কোঅর্ডিনেশন অফিস এটিকে সম্ভাব্য হুমকি হিসেবে শ্রেণীবদ্ধ করেছে। নাসার অফিস গ্রহাণু হুমকির বিরুদ্ধে পৃথিবীর জন্য একটি নজরদারি হিসাবে কাজ করে। নাসা সতর্ক করেছে যে Asteroid 2022 YU3 নামের একটি গ্রহাণু পৃথিবীর দিকে ধেয়ে আসছে। এটি পৃথিবী থেকে প্রায় ৩.৭ মিলিয়ন কিলোমিটার দূরত্বে পৃথিবীর সবচেয়ে কাছে আসবে। এই গ্রহাণুটি প্রতি ঘন্টায় ২৫৬৮২ কিলোমিটার গতিতে ছুটে চলেছে, যা একটি হাইপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের গতির প্রায় দ্বিগুণ।
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম