।। প্রথম কলকাতা ।।
Weather update: ডিসেম্বর মাস পড়লেও শীতের কনকনে মেজাজ এখনও দেখা যায়নি কলকাতায়। পারদের ওঠানামা লেগেই রয়েছে। মান্দাস ঘূর্ণিঝড়ের প্রভাব কেটে গেল তাপমাত্রা খুব একটা হেরফের হয়নি। আগামী কয়েকদিন সকালের দিকে কুয়াশা থাকবে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর ।
তবে বঙ্গে শুরু পারদ পতন। অবশেষে আশার বাণী শোনাল হাওয়া অফিস। বৃহস্পতিবার ফের নিম্নমুখী তাপমাত্রার পারদ। কাম ব্যাক ইনিংস হাঁকাচ্ছে শীত। ঝড়ো ব্যাটিংয়ের আত্মবিশ্বাস দিয়েও পরের দিন ফের লো স্কোর। তবে বৃহস্পতিবার কলকাতার তাপমাত্রায় লক্ষ্যণীয় পতন দেখা গিয়েছে। শুক্রবার আরো নামবে তাপমাত্রা।
সকাল থেকে শীত শীত ভাব কলকাতায়। আজ সর্বনিম্ন তাপমাত্রা ১৬.৩ডিগ্রি সেলসিয়াসে দাঁড়িয়েছে। আগামী একুশে ডিসেম্বর পর্যন্ত আপাতত বজায় থাকবে শীত।
কলকাতা ও উপকূলের জেলাগুলোতে শুক্রবার থেকে
বইবে কনকনে উত্তরে হওয়া। দিন ও রাতের তাপমাত্রা স্বাভাবিকের থেকে অনেকটা নিচে নামবে কালকের পর থেকে। পশ্চিমী ঝঞ্ঝা সরে যেতেই উত্তরে হাওয়ার ফের প্রবেশ। উত্তর-পশ্চিমের শীতল হাওয়া আজ রাতে থেকে প্রভাব বাড়িয়ে পশ্চিমের জেলাগুলিতে ঢুকবে। গোটা দক্ষিণবঙ্গে ভোরের দিকে হালকা থেকে মাঝারি কুয়াশার সম্ভাবনা। দিনে পরিষ্কার আকাশ থাকবে।
হাওয়া অফিস বানিয়েছে শনিবার পর্যন্ত দার্জিলিং এবং কালিম্পংয়ে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সিকিমে রয়েছে তুষারপাতের সম্ভাবনা। এছাড়াও আবহাওয়াবিদদের অনুমান পূর্ব ভারতে রাজ্যগুলিতে তিন চার ডিগ্রি পারদ পতন হতে পারে আগামী কয়েকদিন।
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম