।। প্রথম কলকাতা ।।
Perfume making business: পারফিউম এমন একটা জিনিস যা সব বয়সের মানুষ ব্যবহার করে থাকেন। বাজারে বিভিন্ন ধরনের পারফিউম বিক্রি হয়। পারফিউম বিজনেস (Business) করতে গেলে আপনাকে প্রথমে মার্কেটে বিক্রি হওয়া বিভিন্ন রকম পারফিউম সম্পর্কে ভালোভাবে তথ্য সংগ্রহ করতে হবে। যখনই আপনি এই ব্যবসাটি শুরু করবেন এই ব্যবসা সম্পর্কে বিভিন্ন রকম তথ্যের জন্য রিসার্চ (Research) করতে হবে আপনাকে।
মার্কেটে বিভিন্ন রকমের পারফিউম পাওয়া যায়। যা কিনা একটা পারফিউম আর একটা পারফিউমের থেকে গন্ধের দিক থেকে সম্পূর্ণ আলাদা। এই ব্যাবসাটি শুরু করার আগে এটা আপনাকে ঠিক করতে হবে যে আপনি কি ধরনের পারফিউমের ব্যবসা করতে চাইছেন।
পুরুষ হোক বা মহিলা সকলেই ব্যবহার করে থাকেন পারফিউম। বেশিরভাগ দোকানে ছেলে এবং মেয়েদের জন্য আলাদা আলাদা পারফিউম বিক্রি করা হয়। যখন এই পারফিউমের ব্যবসাটি শুরু করবেন তখন তার আগে আপনাকে একটা নির্বাচন করে নিতে হবে।
একটি সুগন্ধির ব্যবসা তাই এক্ষেত্রে যে ধরনের পারফিউম বানান না কেন একটা পারফিউম থেকে আর একটা পারফিউমের গন্ধ যেন সম্পূর্ণ আলাদা হয় মাথায় রাখতে হবে।
পারফিউম বানানোর জন্য বিভিন্ন ধরনের সামগ্রির ব্যবহার হয়ে থাকে। তার ফলে একটি সুগন্ধিযুক্ত পার্সেল তৈরি হয়।
পারফিউম বানানোর জন্য ফুলের (Flower) রস ব্যবহার করা হয়। বোতলে ১৫ থেকে ৩০ শতাংশ পর্যন্ত ফুলের রস মেশানো হয়। এছাড়াও বিভিন্ন রকমের মশলা বিভিন্ন রকমের ফল, কাঠ, ব্লোজম, পেট্রোকেমিক্যাল, কয়লা, কয়লার পাতের ব্যবহার করা হয় পারফিউম বানানোর জন্য। বিভিন্ন রকম কৃত্রিম রাসায়নিক প্রয়োগ করা হয় পারফিউম বানানোর জন্য।
আবার পারফিউম বানানোর জন্য বিভিন্ন রকমের আলাদা আলাদা ক্ষমতাসম্পন্ন মেশিনের প্রয়োজনীয়তা হয়। আপনি যদি বেশি ক্ষমতা সম্পন্ন মেশিন নিয়ে থাকেন তাহলে একটু বেশি পরিমাণে দাম পড়বে।
পারফিউম প্যাকেট করার জন্য অথবা আপনি যে বোতলে ভরবেন তার জন্য বোতল বানায় এমন কোম্পানির (Company) সাথে আপনাকে যোগাযোগ করতে হবে আপনার পারফিউম কিন্তু বোতলে ভর্তি হবে। বাজারে বিক্রি হওয়া পারফিউম এর কাঁচের বোতলগুলি আপনি নিশ্চয়ই দেখেছেন সেগুলি কতটা সুন্দর এবং আকর্ষণীয় হয় তার ধারণা কিন্তু আপনার কম বেশি আছে। সেই কারণেই আপনাকে আপনার বোতল নির্বাচন করার জন্য সুন্দর এবং আকর্ষণীয় দেখে নিতে হবে। পারফিউম (Perfumme) ভরার জন্য আপনি বোতল নির্বাচন করে নিয়ে তার উপর যে লেভেল আপনি লাগাবেন সেটাকেও কিন্তু আপনাকে নির্বাচন করতে হবে।
আপনার নিজস্ব পারফিউম কোম্পানি শুরু করার আগেই আপনাকে আপনার কোম্পানির নাম রেজিস্ট্রেশন করতে হবে। তার জন্য আগে থেকেই আপনাকে আপনার কোম্পানির নাম নির্বাচন করে রাখতে হবে।
অনলাইনে পারফিউম বিক্রি করার জন্য আপনি যদি চান তাহলে আপনার নিজস্ব কোনো ওয়েবসাইট বানিয়ে আপনি আপনার তৈরি পারফিউম বিক্রি করতে পারেন।
এই ব্যবসাতে বিভিন্ন রকমের কেমিক্যাল ব্যবহার করা হয় তাই এই সম্পর্কে নলেজ থাকাটা ভীষণ জরুরি। এর জন্য আপনি কোথাও ট্রেনিং নিতে পারেন এবং কর্মচারীদের ট্রেনিং দিয়ে নিতে পারেন। মার্কেটিং যদি ভালো করতে পারেন এবং আপনার ব্যবসাটি খুব বড় পর্যায়ে চলে যায় তাহলে আপনি মাস কয়েকের মধ্যে হাজার হাজার টাকা রোজগার করতে পারেন কারণ পারফিউমের চাহিদা প্রচুর।
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম