।। প্রথম কলকাতা ।।
BSF: আগামী ১৩ মে দেশে অনুষ্ঠিত হতে চলেছে লোকসভা নির্বাচনের চতুর্থ পর্ব। আর তার আগে আঁটোসাঁটো করা হয়েছে নিরাপত্তা। এদিন ভারত-বাংলাদেশ সীমান্তে অবৈধ বাংলাদেশীদের একটি বিশাল অনুপ্রবেশ বানচাল করল বিএসএফ। উত্তর ২৪ পরগণা জেলার সীমান্ত এলাকায় মোতায়েন করা ৬৮তম কোরের বিএসএফ জওয়ানরা ১১ ও ১২ মে বিপুল সংখ্যক বাংলাদেশী অনুপ্রবেশকারীকে ফিরিয়ে দিয়ে নির্বাচনকে প্রভাবিত করার পরিকল্পনা নস্যাৎ করে দেয়।
জানা গেছে, সীমান্ত চৌকি রাংঘাট এলাকায় এই ঘটনা ঘটে। ১১ ও ১২ মে সীমান্ত চৌকি রাংঘাট এলাকায় বাংলাদেশ থেকে ভারতে দুইবার বিপুল সংখ্যক অবৈধ অনুপ্রবেশের চেষ্টা করা হয়। প্রথম ঘটনাটি ২০২৪ সালের ১১ মে। বিএসএফ জওয়ানরা বিশ্বস্ত সূত্র থেকে প্রচুর অনুপ্রবেশের খবর পেয়েছিলেন। যার ভিত্তিতে সীমান্তে মোতায়েন সেনাদের বিশেষ সতর্ক করা হয়। বিএসএসএফ জওয়ানরা আন্তর্জাতিক সীমান্ত ঘেঁষে প্রবাহিত কোদালিয়া নদীতে বাংলাদেশ থেকে ১৮ থেকে ২০ জনের একটি দল ভারতের দিকে আসতে দেখে। তারা নদী পার হওয়ার সাথে সাথে বিএসএফ জওয়ানরা তাদের পিছন ফিরে যেতে বললেও সমস্ত অনুপ্রবেশকারীরা জওয়ানদের সতর্কতা উপেক্ষা করে এগিয়ে যেতে থাকে। অনুপ্রবেশ ঠেকাতে বিএসএফ জওয়ানরা একটি স্টান গ্রেনেড নিক্ষেপ করলেও অনুপ্রবেশকারীরা থামেনি, জওয়ানরা অ-ঘাতক অস্ত্র দিয়ে শুন্যে গুলি চালায়। গোলাগুলির শব্দ শোনা মাত্রই অনুপ্রবেশকারীরা সবাই বাংলাদেশের দিকে ছুটে পালিয়ে যায়।
দ্বিতীয় ঘটনাটি ১২ মে সকালে ঘটে। প্রথম অনুপ্রবেশের চেষ্টা নস্যাৎ করার পর সীমান্ত চৌকি রাংঘাটের বিএসএফ জওয়ানরা আরও সতর্ক হয়ে যায়। ভোরের দিকে বিএসএফ জওয়ানরা আবার দেখতে পায় যে ১৫ থেকে ১৬ জনের একটি দল কোদালিয়া নদী পার হয়ে বাংলাদেশ থেকে ভারতে যাওয়ার চেষ্টা করছে। বিএসএফ জওয়ানরা তাদের ফিরে যাওয়ার জন্য সতর্কও করেছিল, কিন্তু সৈন্যদের সতর্কতা এই দলের উপর কোন প্রভাব ফেলেনি, তাই বিএসএফ জওয়ানদের অনুপ্রবেশ বন্ধ করতে অ-মারাত্মক অস্ত্রের আশ্রয় নিতে হয়। বিএসএফ জওয়ানরা গুলি চালানোর সাথে সাথে সমস্ত অনুপ্রবেশকারীরা প্রাণ বাঁচাতে বাংলাদেশে ফিরে যায়।
দুটি ঘটনাই সেনাদের সতর্কতার কারণে অনুপ্রবেশকারীরা সফল হয়নি। যদিও বিএসএফ জওয়ানদের ছোঁড়া গুলিতে কারোর কোনো ক্ষতি হয়নি। বিএসএফ, দক্ষিণবঙ্গ সীমান্তের জনসংযোগ কর্মকর্তা জনাব অমরীশ কুমার আর্য বলেন, নির্বাচনের আগে অনুপ্রবেশের একটি বড় সেলকে বিএসএফ জওয়ানরা অত্যন্ত সাহসিকতার সাথে নস্যাৎ করেছে। এব্যাপারে আমাদের সামনে মোতায়েন বর্ডার গার্ড বাংলাদেশ এর সাথে বৈঠক করা হবে এবং এই ঘটনার তীব্র প্রতিবাদ করে নোটও দেওয়া হবে। শ্রী আর্য আরও বলেন, বিএসএফ কোনো অবস্থাতেই ভারতে অনুপ্রবেশের অনুমতি দেবে না।
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম