।। প্রথম কলকাতা ।।
Train Cancel: সপ্তাহের শেষের দুদিন একাধিক ট্রেন বাতিল থাকার কারণে সমস্যার মুখে পড়েছেন নিত্যযাত্রীরা। শনিবার রাত থেকেই শিয়ালদা (Sealdah) দক্ষিণ শাখায় বেশ কিছু আপ এবং ডাউন লোকাল ট্রেন পরিষেবা বন্ধ রয়েছে। গতকাল রাত ১০.৪০ থেকে শুরু করে রবিবার সকাল পর্যন্তও বাতিল শিয়ালদা দক্ষিণ শাখার বহু লোকাল ট্রেন। অন্যদিকে ব্যান্ডেল-কাটোয়া শাখাতেও বেশকিছু ট্রেন বাতিল (Train Cancel) করে দেওয়া হয়েছে।
পূর্ব রেল সূত্রে পাওয়া খবর অনুযায়ী, পার্ক সার্কাস স্টেশনে (Park Circus Station) একটি ফুটওভার ব্রিজ তৈরি হবে। যার জন্য শিয়ালদা দক্ষিণ শাখায় লোকাল ট্রেন বাতিল করা হয়েছে। একই রকম ভাবে সোমরাবাজার ও বেহুলা স্টেশনে রক্ষণাবেক্ষণের কাজ চলবে আজ। তার জন্য ব্যান্ডেল কাটোয়া শাখাতেও সপ্তাহের শেষ দিন রবিবারে বহু লোকাল ট্রেনের পরিষেবা পাবেন না যাত্রীরা। রবিবার সকাল আটটা থেকে সোমবার বিকেল পাঁচটা পর্যন্ত ট্রেন চলাচল বন্ধ থাকবে ওই লাইনে।
হাওড়া তারকেশ্বর, হাওড়া গোঘাট লাইনের একাধিক ট্রেন বাতিল হয়েছে। তবে হাওড়া থেকে দিয়াড়া পর্যন্ত প্রায় ছ’টি আপ ডাউন লাইনের লোকাল ট্রেন পরিষেবা দেবে। যাত্রীদের কথা ভেবে হরিপাল থেকে তারকেশ্বর পর্যন্ত আরও ছ’টি ট্রেন চালানো হবে এমনটাই জানিয়েছে পূর্ব রেল। রবিবার অর্থাৎ আজ রাতে বাতিল থাকছে – শিয়ালদা বজবজ লোকাল, বজবজ শিয়ালদা লোকাল, শিয়ালদা লক্ষ্মীকান্তপুর লোকাল, লক্ষ্মীকান্তপুর শিয়ালদা লোকাল, শিয়ালদা ক্যানিং লোকাল, ক্যানিং শিয়ালদা লোকাল, সোনারপুর শিয়ালদা লোকাল, শিয়ালদা সোনারপুর লোকাল, শিয়ালদা বারুইপুর লোকাল, বারুইপুর শিয়ালদা লোকাল।
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম