।। প্রথম কলকাতা।।
Siliguri Green City : ভৌগলিক অবস্থানের জন্য শিলিগুড়িকে উত্তরবঙ্গের প্রবেশদ্বার বা গেটওয়ে অফ নর্থ বেঙ্গল (Gateway Of North Bengal) বলা হয়ে থাকে। শিলিগুড়ি শহরকে পর্যটনের দিক থেকে আরও উন্নত করে তোলার অঙ্গীকার আগেই করেছিলেন মেয়র গৌতম দেব । যানজট মুক্ত, গতিশীল, পরিষ্কার এবং সাংস্কৃতিক দিক থেকে উন্নত শহর হিসেবে শিলিগুড়িতে ( Siliguri) গড়ে তোলা হবে। এমনটাই গত বছর ফেব্রুয়ারি মাসে শপথ নেওয়ার সময় জানান মেয়র। আর সেই কাজ প্রায় শুরুর মুখে। শিলিগুড়িকে ‘গ্রিন সিটি’ ( Green City) করার উদ্যোগ নিয়েছে পৌরসভা। সেই কাজে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে ব্রিটিশ হাই কমিশন ( British High Commission)।
সূত্রের খবর অনুযায়ী, বৃহস্পতিবার এই বিষয়টি নিয়ে শিলিগুড়ির মেয়র গৌতম দেবের সঙ্গে ভিডিও কনফারেন্সের মাধ্যমে একটি বৈঠক করেন কলকাতার ব্রিটিশ ডেপুটি হাইকমিশনার নিক লয় । এছাড়াও ওই বৈঠকে উপস্থিত ছিলেন ডেপুটি মেয়র রঞ্জন সরকার সহ কমিশনার সোনম ওয়ানদি ভুটিয়া এবং অন্যান্য বিশিষ্টজনেরা । শিলিগুড়ির পর্যটন শিল্পকে ( Tourism) আরও বিকশিত করার জন্য সহযোগিতা নেওয়া হবে কম্বোডিয়ার ট্যুরিজমেরও । ওইদিনের বৈঠকে উজ্জ্বল উপস্থিতি দেখা গিয়েছিল কম্বোডিয়া ট্যুরিজমের ম্যানেজিং ডিরেক্টরের।
শিলিগুড়ি শহর যাতে একেবারে পরিষ্কার পরিচ্ছন্ন থাকে এবং সবুজে ঘেরা বন্ধুত্বপূর্ণ শহর হয়ে উঠতে পারে তার সবরকম প্রচেষ্টা করা হবে পৌরসভার তরফ থেকে। নতুন বছরে এই কাজকে সামনে রেখেই এগোচ্ছে শিলিগুড়ি পৌরসভা। কারণ শিলিগুড়িকে আন্তর্জাতিক পর্যটন কেন্দ্র গুলির মধ্যে জায়গা তৈরি করে নেওয়ার মতো সুযোগ-সুবিধা দিতে চাই পৌরসভা। এই প্রসঙ্গে শিলিগুড়ির মেয়র গৌতম দেব ( Gautam Dev) জানান, ব্রিটিশ হাইকমিশনের সঙ্গে ইতিমধ্যেই বৈঠক হয়েছে ভার্চুয়ালি। এবার কম্বোডিয়া ট্যুরিজমের সঙ্গেও খুব তাড়াতাড়ি আরও একটি বৈঠকে বসা হবে । তাঁরা সাহায্য করবেন এমনটাই প্রতিশ্রুতি দিয়েছেন বলে জানান তিনি।
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম