।। প্রথম কলকাতা ।।
Bipasha Basu: বলিউডের জনপ্রিয় অভিনেত্রী তিনি। ১৯৭৯-র ৭ জানুয়ারি নয়া দিল্লিতে বাঙালি হিন্দু পরিবারে জন্ম হয় তাঁর। মাত্র ১৭ বছর বয়সেই বিশ্ব সুপার মডেল প্রতিযোগিতায় জয়ী হয়েছিলেন এই বঙ্গ তনয়া। মডেল হিসেবে ক্যারিয়ার শুরু করে হিন্দি চলচ্চিত্র জগতে পাকাপাকিভাবে নিজের জায়গা করে নিয়েছেন বিপাশা বসু (Bipasha Basu)। জন্মদিনের শুভেচ্ছা অভিনেত্রীকে।
তবে তাঁর অভিনেত্রী হয়ে ওঠার পথ খুব একটা মসৃণ ছিল না। সুন্দরী না হওয়ার জন্য অনেক অপমান সহ্য করতে হয়েছে তাঁকে। এছাড়া রাফ অ্যান্ড টাফ হওয়ার কারণে ‘লেডি গুন্ডা’র তকমা পেয়েছিলেন। তবে তিনি মডেলিং এবং অভিনয়ে সফলতা পেলেও, পড়াশোনা না শেষ করতে পারার আক্ষেপ রয়ে গিয়েছে। অন্যদিকে ভ্রমণ করতে ভীষণ ভালোবাসেন বিপাশা। ফ্রান্সের রাজধানী প্যারিসকে (Paris) তাঁর পৃথিবীর সবচেয়ে রোমান্টিক জায়গা মনে হয়।
এরই পাশাপাশি নিজের ফিটনেস নিয়ে খুবই সচেতন অভিনেত্রী। শুধু নিজের ফিটনেস নিয়ে ভাবেন তা নয়, নিজের আশপাশের মানুষদের ফিটনেস নিয়েও তিনি যথেষ্ট সজাগ। বলিউডের (Bollywood) প্রচুর সিনেমায় কাজ করেছেন নায়িকা। হলিউড অভিনেতা ব্র্যাড পিট তাঁর পছন্দের অভিনেতা। জানিয়েছিলেন, তাঁর প্রিয় মানুষটিকে হতে হবে তাঁর মতই। তাঁর পছন্দের খাবারের তালিকায় রয়েছে বিরিয়ানি এবং পোস্ত। নিজেকে মনে প্রাণে বাঙালি ভাবেন তিনি। প্রিয় লেখক রবিন কুক ও জন গ্রিসাম।
২০০১-এ বলিউডে ডেবিউ হয় ‘অজনবি’ ছবির দরুন। বিক্রম ভাটের ‘রাজ’ ছবির জন্য পেয়েছেন প্রথম ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড। তবে এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছিলেন, অভিনেত্রী না হলে ডাক্তার হওয়ার ইচ্ছে ছিল তাঁর। কিন্তু নানা কারণে শেষ করতে পারেননি পড়াশোনা। অক্ষয় কুমার (Akshay Kumar), ববি দেওল, করিনা কাপুরের মতো তারকাদের সঙ্গে কাজ করেছেন অভিনেত্রী। ‘বচনা-এ-হাসিনো’ ছবিতে রণবীর কাপুরের বিপরীতে কাজ করেছেন। বিগত কয়েক বছর ধরে যদিও পর্দায় দেখা মিলছে না তাঁর। এদিকে অভিনয়ে জনপ্রিয়তার পাশাপাশি সমালোচনাও তাঁকে নিয়ে কম কিছু হয়নি। জন আব্রাহামের সঙ্গে তাঁর প্রেমের সম্পর্কের কথা সকলেরই জানা। অবশেষে করণ সিং গ্রোভারকে বিয়ে করেছেন বিপাশা এবং নিজেকে ভাগ্যবতী মনে করেন করণের স্ত্রী হিসেবে। গত বছরই মা হয়েছেন নায়িকা। তাঁদের ঘর আলো করে এসেছে দেবী। এখন দেবীর সঙ্গে মাতৃত্বের সাধ অনুভব করছেন তিনি।
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম