।। প্রথম কলকাতা ।।
Mamata Shankar: অভিনয় হোক কিংবা নাচ দুটোই অত্যন্ত দক্ষতার সঙ্গে পালন করেছেন তিনি। কিংবদন্তি পরিচালক মৃণাল সেনের (Mrinal Sen) হাত ধরে প্রথম ‘মৃগয়া’ (Mrigayaa) সিনেমা দিয়ে তাঁর আত্মপ্রকাশ। মৃণাল সেনকে প্রথম থেকেই ‘বাবা’ বলে মেনে এসেছেন তিনি। যা অনেকের কাছেই অজানা। তাঁর প্রথম রোজগার ১০০ টাকা, যা পেয়েছিলেন ‘বাবা’র হাত দিয়েই। ১৯৫৫-র আজকের দিনে জন্ম মমতা শঙ্করের (Mamata Shankar)। জন্মদিনের শুভেচ্ছা এই প্রতিভাবান শিল্পীকে।
মৃণাল সেন ছাড়া সত্যজিৎ রায় (Satyajit Ray), ঋতুপর্ণ ঘোষ (Rituparno Ghosh), বুদ্ধদেব দাশগুপ্ত, গৌতম ঘোষ প্রমুখ বিশিষ্ট চলচ্চিত্র পরিচালকের নির্দেশনায় কাজ করেছেন। উদয় শঙ্কর (Uday Shankar) ও অমলা শঙ্করের (Amala Shankar) মেয়ে এবং পণ্ডিত রবি শঙ্করের ভাইঝি অভিনয় দুনিয়ার একজন জনপ্রিয় ব্যক্তিত্ব হওয়ার পাশাপাশি নৃত্যশিল্পী হিসেবেও পরিচিত। ‘উদয় শঙ্কর ইন্ডিয়া কালচার সেন্টারে’ নাচের প্রাথমিক তালিম নিয়েছেন তিনি। মস্কোয় প্রথম ফিল্ম ফেস্টিভ্যালে যাওয়া তাঁর মৃণাল সেনের সুবাদে। মৃগয়ায় মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty) ও মমতা শঙ্করের অভিনয় দর্শকদের কাছে যথেষ্ট প্রশংসিত হয়েছিল। বিশ্ব চলচ্চিত্রের ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা রয়েছে ওই ছবি। ব্রিটিশ শাসিত ভারতের প্রেক্ষাপটে এক যুবকের জীবন সংগ্রামকে কেন্দ্র করে নির্মিত ছবি দর্শকদের প্রশংসার ভাগেদার হয়েছে।
এদিকে, গোটা পৃথিবীর সামনে নৃত্যকে তুলে ধরার প্রচেষ্টাকারীদের মধ্যে একজন হলেন উদয় শঙ্কর। আর সেই শঙ্কর পরিবারের মেয়ে হলেন মমতা। নাচের মাধ্যমে কীভাবে প্রতিদিনের ভাবধারাকে তুলে ধরা যায়, তা তিনি ভালোভাবেই জানেন। এখনও সমানতালে নাচ আর অভিনয় করে চলেছেন তিনি। সত্যজিৎ রায়ের ‘আগন্তুক’ চলচ্চিত্রের জন্য পেয়েছেন জাতীয় পুরস্কার। এছাড়া ‘শাখা প্রশাখা’ ও ‘উৎসব’ ছবির জন্য পেয়েছেন বিএফজেএ পুরস্কার।
চন্দ্রোদয় ঘোষের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন তিনি। ১৯৮৬-তে ‘উদয়ন’ নামে নৃত্যকলা কেন্দ্রের প্রতিষ্ঠা করেন মমতা শঙ্কর। যা মমতা শঙ্কর ব্যালে ট্রুপের সঙ্গে ব্যাপকভাবে সারা বিশ্ব ভ্রমণ করে। এই ট্রুপ ১৯৭৮-এ প্রতিষ্ঠিত হয় এবং ৭৯-তে প্রথম রবীন্দ্রনাথ ঠাকুর কৃত চণ্ডালিকা মঞ্চস্থ হয়। মমতা শঙ্করের দুই ছেলে- রাতুল শঙ্কর ও রজিত শঙ্কর। সম্প্রতি ‘প্রজাপতি’তে মিঠুন চক্রবর্তীর সঙ্গে দেখা গিয়েছে মমতা শঙ্করকে। যার জন্য এই ছবিকে ঘিরে সকলের মধ্যে এক আলাদাই উন্মাদনা ছিল।
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম