।। প্রথম কলকাতা ।।
Dhaka Lit Fest: করোনা মহামারীর কারণে অনেক কাজ বাঁধার সম্মুখীন হয়েছে। বিগত কয়েক বছরে নানা বিধি-নিষেদের জেরে অনেক কিছু হয়ে ওঠেনি। এবার গত বৃহস্পতিবার থেকে চার দিনব্যাপী শুরু হয়েছে ঢাকা লিট ফেস্ট ২০২৩ (Dhaka Lit Fest)। এবারে আসরের প্রথম দিনেই দেশি-বিদেশী কবি থেকে শুরু করে সাহিত্যিক, চিন্তাবিদ, লেখকরা অংশগ্রহণ করেন। তাঁদের উপস্থিতি আসরের মাত্রা বাড়িয়ে দিয়েছে।
‘সময়’ টিভি সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী, এবারে উদ্বোধন করেছেন নোবেল বিজয়ী সাহিত্যিক তানজানিয়ান-ব্রিটিশ ঔপন্যাসিক আবদুল রাজাক গুরনাহ, বাংলাদেশের সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ, ভারতীয় লেখক ও সাহিত্য সমালোচক অমিতাভ ঘোষ (Amitabh Ghosh) এবং বাংলা অ্যাকাডেমির মহাপরিচালক কবি মুহম্মদ নূরল হুদা। উদ্বোধনী অনুষ্ঠানে গুরনাহ বলেন, ‘প্রথমবার বাংলাদেশ এসেছি। আমার ধারণা, এই আয়োজনের মাধ্যমে এমন কিছু দেখব, যা আমি জীবনেও দেখিনি। মনে হচ্ছে, এই আয়োজন বেশ চমকপ্রদক হবে।
রিপোর্ট অনুযায়ী সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ বলেছেন, সংস্কৃতি মন্ত্রণালয় এই আয়োজনের সঙ্গে নানাভাবে যুক্ত। সাহিত্য সমালোচক অমিতাভ ঘোষ বলেছেন, এই রকম একটা আয়োজনে এসে সম্মানিত বোধ করছি। তিনি জন্মসূত্রে বাংলাদেশি (Bangladesh)। তাঁর মায়ের বাড়ি গোপালগঞ্জ এবং বাবার বাড়ি বিক্রমপুর। ওপার বাংলায় বড় হওয়া। এদিন নিজের শৈশবের কথা মনে করে তিনি বলেছেন, ‘সবসময় আমি বাংলাদেশের কথা বলি। বাংলাদেশের ভাষা খুবই চমৎকার। বাংলা ভাষা আর বাংলাদেশ দিন দিন আমার জীবনের একটা অংশ হয়ে উঠছে’।
এবারের অনুষ্ঠান বাংলা অ্যাকাডেমির আব্দুল করিম সাহিত্যবিশারদ মিলনায়তনে মণিপুরী, ক্লাসিক্যাল, রবীন্দ্র সঙ্গীতের সুরে ও নৃত্য পরিবেশনের মাধ্যমে শুরু হয়। চারদিন ব্যাপী অনুষ্ঠানের আসর সাজানো হয়েছে ভিন্ন ভিন্ন আঙ্গিকে। প্রতিদিন সকাল ১০ টা থেকে শুরু হবে অনুষ্ঠান, চলবে রাত ৮টা পর্যন্ত। এর মধ্যে বিজ্ঞান ও প্রযুক্তির সেশন, শিশু ও তরুণদের জন্য আকর্ষণীয় আয়োজন, চলচ্চিত্র প্রদর্শনী, নাট্য, সঙ্গীত এবং সাংস্কৃতিক পরিবেশনা থাকছে। অনুষ্ঠানের অংশ হওয়ার জন্য টিকিটের ব্যবস্থা করা হয়েছে। টিকিটের দাম ২০০ ও ৫০০। তবে ১২ বছরের কম বয়সীরা ও শারীরিকভাবে অক্ষম ব্যক্তিরা বিনামূল্যে প্রবেশ করতে পারবেন।
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম