।। প্রথম কলকাতা ।।
বেজে গিয়েছে হকি বিশ্বকাপের দামামা। ভুবনেশ্বরের রাজধানী শহর এবং ইস্পাত শহর রাউরকেল্লা হকি বিশ্বকাপ অনুষ্ঠান আয়োজনের জন্য সাজানো হয়েছে। বিশ্ব হকি মানচিত্রে রাজ্যের অবস্থান চিহ্নিত করার জন্য ওড়িশা সরকার কিংবদন্তি স্বাধীনতা সংগ্রামী ভগবান বিরসা মুণ্ডার নামানুসারে রাউরকেল্লায় বিশ্বের বৃহত্তম হকি স্টেডিয়াম তৈরি করেছে।
বিরসা মুন্ডা হকি স্টেডিয়ামটি রাউরকেলার বিজু পট্টনায়েক ইউনিভার্সিটি অফ টেকনোলজির ক্যাম্পাসে ১৫ একর জমিতে তৈরি করা হয়েছে। এই স্টেডিয়ামের দর্শক ধারণ ক্ষমতা ২০ হাজার। এখানে রয়েছে একটি সুইমিং পুল, একটি অত্যাধুনিক ফিটনেস সেন্টার এবং ড্রেসিং রুম। এই সমস্ত কিছুর সঙ্গে খেলার মাঠের সংযোগ ঘটিয়েছে একটি টানেল৷
হকি বিশ্বকাপের ৪৪টি ম্যাচের মধ্যে ২০টি ম্যাচ এই স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। ফাইনাল সহ বাকিগুলো ভুবনেশ্বরের কলিঙ্গা স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। যেখানে ২০১৮ সালের হকি বিশ্বকাপের সমস্ত ম্যাচ আয়োজিত হয়েছিল। ২০১৮ সালে চ্যাম্পিয়ন হয়েছিল বেলজিয়াম। গ্র্যান্ড ইভেন্টের আগে সদ্য স্থাপন করা টার্ফ পরীক্ষা করার জন্য, সম্প্রতি কোরিয়ান জুনিয়র এবং ভারতীয় জুনিয়র দলের মধ্যে স্টেডিয়ামে একটি ৩ ম্যাচের সিরিজের আয়োজন করা হয়েছিল।
বৃহস্পতিবার হকি ইন্ডিয়া একটি গর্বিত ভিডিও পোস্ট করে সোশ্যাল মিডিয়ায়। যেখানে দেখা যাচ্ছে ভারতীয় খেলোয়াড়রা গ্র্যান্ড স্টেডিয়ামের ভিতরে দাঁড়িয়ে FIH ওড়িশা পুরুষদের হকি বিশ্বকাপের জন্য তাদের অভিপ্রায় ঘোষণা করেছে, “বিশ্বকাপ ঘরে আনার জন্য”।
The field is ready, the lights are on, and the players are as excited as we are! Get ready to cheer for Team India as they take the field at the FIH Odisha Men's Hockey World Cup 2023! pic.twitter.com/bmMzfX2cIt
— Hockey India (@TheHockeyIndia) January 5, 2023