।। প্রথম কলকাতা ।।
Weather update: কবে থেকে জমিয়ে শীত পড়বে সেই বিষয়ে এবার আশার কথা জানানলো হাওয়া অফিস। ডিসেম্বর মাসে দ্বিতীয় সপ্তাহ থেকে জাকিয়ে ঠান্ডা পড়তে চলেছে। আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রের খবর গতকাল শহর কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩০.২ ডিগ্রি সেলসিয়াস। শুক্রবার শহরের সর্বাধিক আর্দ্রতা ৯৮ শতাংশ এবং সর্বনিম্ন ৪১ শতাংশ থাকবে।
জেলাগুলির তাপমাত্রা ধীরে ধীরে কমবে। উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই। কোথাও কোথাও সকালের দিকে হাল্কা কুয়াশা এবং শিশির পড়েছে। পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমান, বীরভূমের তাপমাত্রা তুলনামূলকভাবে কম থাকবে।
উত্তরবঙ্গে জেলাগুলির তাপমাত্রা কমেছে। পর্যটকদের আনাগোনা বেড়েছে। আগামী কয়েকদিন উত্তরবঙ্গের জেলাগুলিতে রেকর্ড পারদ পতনের সম্ভাবনা রয়েছে বলে জানা যাচ্ছে।
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম