।। প্রথম কলকাতা ।।
A R Rahman: সুরের জাদুকর তিনি। বলিউডের কিংবদন্তি এই সুরকারের জন্ম হিন্দু পরিবারে। তাঁর নাম ছিল এ.এস দিলীপ কুমার। কিন্তু পরবর্তীতে ২৩ বছর বয়সে ধর্ম ও নাম পরিবর্তন করে হন এ.আর রহমান (A R Rahman)। ১৯৬৭-র আজকের দিনে জন্ম হয় তাঁর। জন্মদিনের শুভেচ্ছা শিল্পীকে।
বাবা আর কে শেখরও ছিলেন একজন মিউজিক কম্পোজার। তামিল ও মালয়ালাম বহু ছবিতে কাজ করেছেন তিনি। তাঁর মায়ের নাম করীমা বেগম। গীতিকার, সুরকার ও সঙ্গীত পরিচালক এ.আর রহমানকে অনেকেই ভালোবেসে ‘মোজার্ট অব মাদ্রাজ’ (Mozart Of Madras) বলে ডাকেন। সুরের দুনিয়ায় রহমান মানেই ম্যাজিক। নাম না জানা অসংখ্য বাদ্যযন্ত্রের আবিষ্কর্তা তিনিই। বলিউডে গানের জগতে নতুন প্রতিভাদের প্রতিষ্ঠা করার ক্ষেত্রেও তাঁর দক্ষতা অসীম।
রহমানের তিন সন্তান,- আমিন, খতিজা এবং রহিমা। তাঁদের মধ্যে আমিনের জন্মদিনও এই একই দিনে। সঙ্গীত দুনিয়ায় প্রতিষ্ঠিত হওয়ার আগে দূরদর্শনের (Doordarshan) ‘ওয়ান্ডার বেলুন’ (Wonder Balloon) নামের এক অনুষ্ঠানে শিশুশিল্পী হিসেবে সকলের নজর কেড়েছিলেন তিনি। একসঙ্গে চারটি কিবোর্ড বাজানোর দক্ষতা ছিল তাঁর। মায়ের হাত ধরেই ছেলের প্রাথমিক সঙ্গীতের জ্ঞান শুরু হয়। বহুবার বিভিন্ন সাক্ষাতে সে কথা নিজেই জানিয়েছেন সঙ্গীত পরিচালক। অস্কার থেকে শুরু করে বহু পুরস্কার গিয়েছে তাঁর ঝুলিতে। যার কৃতিত্ব মাকেই দিয়ে এসেছেন এ.আর রহমান।
দক্ষিণী পরিচালক মণিরত্নমই সর্বপ্রথম তাঁকে সুযোগ করে দিয়েছিলেন। পরিচালকের ধারণা ছিল সঙ্গীত জগতে ঝড় তুলবেন রহমান। ১৯৯২-এ ‘রোজা’ (Roja) ছবিতে সঙ্গীত পরিচালনা করেন তিনি। তাঁর সুরের জাদুতে মুগ্ধ হন সকলে। সিনেমা রিলিজের ২৮ বছর পরেও তাঁর ‘রোজা’র গানগুলি জনপ্রিয়। পেয়েছেন জাতীয় পুরস্কার। এর পর আর পিছন ফিরে তাকাতে হয়নি তাঁকে। একের পর এক হিট গান শ্রোতাদের উপহার দিয়ে গিয়েছেন তিনি। রহমানই প্রথম এশীয় সঙ্গীত পরিচালক যিনি একই বছরের দুটি অস্কার জিতেছেন ‘স্লামডগ মিলিওনেয়ার’-এর জন্য (Slumdog Millionaire)। পদ্মভূষণ, পদ্মশ্রী সম্মান প্রাপ্ত এই পরিচালক জিতেছেন চারটি জাতীয় পুরস্কার। তাঁকে সম্মান জানিয়ে তাঁর নামে তৈরি হয়েছে রাস্তা। যদিও দেশে নয় বিদেশে, ২০১৩-য় কানাডার অন্টারিওতে মারখাম এলাকায় তাঁর নামে রাস্তার নামকরণ করা হয়েছে। এই জনপ্রিয় ব্যক্তিত্বকে জন্মদিনের অনেক শুভেচ্ছা।
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম