।। প্রথম কলকাতা ।।
Weather update: হু হু করে নামছে তাপমাত্রা। শীত প্রেমী বাঙালি কাঁপতে কাঁপতে আশ্রয় নিয়েছে লেপ, কম্বলের তলায়। জেলায় জেলায় নামছে তাপমাত্রা। জেলাগুলির ক্ষেত্রে তাপমাত্রার পারদ নিম্নমুখী। বৃহস্পতিবার ছিল কলকাতার (Kolkata) শীতলতম দিন রাত যত বেড়েছে তাপমাত্রা ততই কমেছে। উত্তরে হওয়ার দাপট আরও বাড়তে চলেছে।
আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী আগামী ২৪ থেকে ৪৮ ঘন্টায় কলকাতায় আরো নামবে তাপমাত্রা। পারদ পতনে হার হিম হবে দক্ষিণবঙ্গের। উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় তাপমাত্রা নামতে পারে তিন ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত।
উত্তর পশ্চিম হাওয়ার হাত ধরে রাজ্যে এসেছিল শীতের স্পর্শ। সঙ্গে দাপট বাড়াচ্ছে উত্তরের হাওয়া। দুইয়ের সাঁড়াশি আক্রমণে রাজ্যে শীতের মরসুম তুঙ্গে।
আগামী ৪৮ ঘন্টায় উত্তরবঙ্গে দুই থেকে তিন ডিগ্রি পর্যন্ত পারদ পতনের সম্ভাবনা। রবিবার সামান্য তাপমাত্রা বাড়লেও ফের নামবে পারদ। তাপমাত্রা সামান্য ওঠানামা করলেও কন কনে শীতের (Winter) আমেজ বজায় থাকবে। তবে আপাতত বৃষ্টির কোনো সম্ভাবনা নেই।
আগামী রবিবার পর্যন্ত তাপমাত্রা স্বাভাবিকের নিতে থাকার সম্ভাবনা রয়েছে। তবে ৮ই জানুয়ারি রবিবারের পর থেকে তাপমাত্রা ফের কিছুটা বাড়তে পারে।
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম