।। প্রথম কলকাতা ।।
মঙ্গলবার মুম্বাইতে রোমাঞ্চকর প্রথম টি-টোয়েন্টিতে শ্রীলঙ্কাকে দুই রানে হারিয়েছে ভারত। সেই সুবাদে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেছে হার্দিকবাহিনী। প্রথম টি-টোয়েন্টি ম্যাচে তরুণ ভারতীয় ব্রিগেডে নজর কড়েছেন অভিষেক হওয়া শিবম মাভি। মাত্র ২২ রান দিয়ে ৪ উইকেট তুলে নেন ভারতের এই তরুণ পেসার। এছাড়াও দীপক হুডা অপরাজিত ৪১ রানের একটি গুরুত্বপূর্ণ ইনিংস খেলেছিলেন। প্রথম ম্যাচে রোমাঞ্চকর জয়ে আত্মবিশ্বাস নিয়েই পুনেতে দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে নামছে ভারত।
তবে হাঁটুর চোটের কারণে সিরিজ থেকে ছিটকে গেছেন সঞ্জু স্যামসন। সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে তাঁর জায়গায় কাকে সুযোগ দেওয়া হতে পারে সেটাই এখন দেখার বিষয়। তবে সঞ্জু স্যামসনের জায়গায় দলে ঢুকতে পারেন রাহুল ত্রিপাঠি। ক্রিকেট বিশেষজ্ঞরা মনে করছেন রাজস্থান রয়্যালস অধিনায়কের যোগ্য পরিবর্ত হতে পারেন রাহুল ত্রিপাঠি।
বাকি টিম অপরিবর্তিত থাকছে। গত ম্যাচে রান পাননি টি-টোয়েন্টিতে অভিষেক হওয়া শুভমান গিল। রান পাননি বিশ্বের শীর্ষ টি-টোয়েন্টি ব্যাটার সূর্যকুমার যাদবও। এই দুইজনের ব্যাটিংয়ের দিকে তাকিয়ে থাকবে ভারত। প্রথম টি-টোয়েন্টি ম্যাচে বোলিংয়ে নজর কেড়েছেন উমরান মালিক। ৪ ওভার হাত ঘুরিয়ে ২৭ রান দিয়ে তুলে নিয়েছিলেন চারিথ আসালঙ্কা ও অধিনায়ক দাশুন শনাকার ২টি গুরুত্বপূর্ণ উইকেট।
যদিও টি-টোয়েন্টিতে দুই দলের মুখোমুখি লড়াইয়ে অনেকটা এগিয়ে ভারত। মোট ২৬ বার মুখোমুখি হয়েছে প্রতিবেশী দুই দেশ। তার মধ্যে ১৭ বার জয় পেয়েছে টিম ইন্ডিয়া। ৮টি ম্যাচে জয় পেয়েছে শ্রীলঙ্কা। গত এশিয়া কাপে ভারতকে হারিয়ে জয় পেয়েছে শ্রীলঙ্কা।
পুনের এমসি স্টেডিয়ামে ব্যাটিং-বান্ধব হবে বলে আশা করা হচ্ছে কারণ এটি ব্যাটারদের জন্য দুর্দান্ত উইকেট। ২০১২ সাল থেকে এই ভেন্যুতে মোট তিনটি টি-টোয়েন্টি আন্তর্জাতিক খেলা হয়েছে। তিনটির মধ্যে শেষ দুটি ২০১৬ ও ২০২০ সালে ভারত ও শ্রীলঙ্কার মধ্যে আয়োজিত হয়েছিল। সাত বছর শ্রীলঙ্কা পাঁচ উইকেটে জয় পায়। এবং ২০২০ সালে ভারত ৭৮ রানে জয় পায়।
সম্ভাব্য একাদশ: ঈশান কিষাণ, শুভমান গিল, রাহুল ত্রিপাঠি, সূর্যকুমার যাদব, দীপক হুডা, হার্দিক পান্ডিয়া (অধিনায়ক), অক্ষর প্যাটেল, হর্ষল প্যাটেল, যুজবেন্দ্র চাহাল, শিবম মাভি, উমরান মালিক।