।। প্রথম কলকাতা ।।
Mamata Banerjee : চলতি মাসের ৮ তারিখ থেকেই শুরু হতে চলেছে গঙ্গাসাগর মেলা। এই মেলাকে ঘিরে বিগত দুই বছরে যত পরিমান পুন্যার্থীর আগমন ঘটেছে এই বছর সেই রেকর্ড ভাঙতে পারে এমনটাই আশঙ্কা রাজ্য প্রশাসনের। গঙ্গাসাগরের মেলা (Gangasagar Mela) নিয়ে রাজ্য সরকারের তরফ থেকে বিশেষ কিছু ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। বহুদিন আগে থেকেই সেই প্রস্তুতি শুরু হয়ে গিয়েছিল। আজ প্রস্তুতি কতটা এগিয়েছে তা খতিয়ে দেখতে খোদ গঙ্গাসাগরে গিয়ে পৌঁছেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় (Mamata Banerjee)। সেখানে গিয়ে তিনি গঙ্গাসাগর হেলিপ্যাডের উদ্বোধন করেন। এছাড়াও উদ্বোধন করা হয় কাকদ্বীপের একটি নতুন সেতুর।
* ৫ লক্ষ টাকার বিমা ব্যবস্থা
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গঙ্গাসাগরে এসে পৌঁছানোর পর তিনি জানান, চলতি বছরে এক বিশেষ বিমা ব্যবস্থা করেছেন তিনি। পূর্বেই যদিও রাজ্য সরকারের তরফ থেকে গঙ্গাসাগরে আসা পুণ্যার্থীদের তীর্থকর মুকুব করে দেওয়া হয়েছে। আর এবার গঙ্গাসাগরে আসা যে কোন পুন্যার্থী থেকে শুরু করে সাধারন মানুষ যদি কোন কারনে দুর্ভাগ্যবশত প্রাণ হারান, সে ক্ষেত্রে তাদের জন্য ৫ লক্ষ টাকার বিমা (Insurance) ব্যবস্থা করানো হয়েছে।
* গঙ্গাসাগরের তীর্থ দর্শনের সুবিধা
মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে প্রায় প্রত্যেক বছরই গঙ্গাসাগরের মেলার আগে তার প্রস্তুতি একবার স্বচক্ষে দর্শন করার জন্য যান। এইবারও তিনি গিয়ে পৌঁছেছেন গঙ্গাসাগর প্রাঙ্গণে। তাঁর দুদিনের গঙ্গাসাগর সফরে একাধিক কর্মসূচি রয়েছে বলে জানা গিয়েছে। তিনি জানান, এবার মেলায় একটি নতুন উদ্যোগ নেওয়া হয়েছে দর্শনার্থীদের জন্য। যারা গঙ্গাসাগরের মেলায় আসবেন তাঁরা একই সঙ্গে চারটি তীর্থস্থান দর্শন করার সুযোগ পাবেন। দক্ষিণেশ্বরের কালীবাড়ি, তারাপীঠ, কালী মন্দির এবং জহুরা কালীবাড়ি সেখানে তৈরি করা হয়েছে এই গঙ্গাসাগরের মেলার জন্যেই।
* অন্যান্য ব্যবস্থা
সূত্রের খবর অনুযায়ী, গঙ্গাসাগরের মেলা উপলক্ষে সেখানে প্রায় দশ হাজারেরও বেশি স্থায়ী শৌচাগার তৈরি করানো হয়েছে। রাস্তাঘাট বাঁধানো হয়েছে নতুন করে। ব্যবস্থা করা হয়েছে পানীয় জলের। সেখানে রয়েছে ফুড কোর্ট থেকে শুরু করে লেজার শো এর ব্যবস্থা। এছাড়াও মেলাতে বিভিন্ন দোকান তো বসবেই। যাতে পুণ্যার্থীদের যাতায়াতের সুবিধা হয় তার জন্য মুড়িগঙ্গা খনন করে তার গভীরতা আরও বাড়ানো হয়েছে। ৬৫ লক্ষ টাকা খরচ করে একটি আধুনিক গেস্ট হাউস তৈরি করা হয়েছে। মেরামতি করা হয়েছে সমুদ্রতট। যার খরচা বহন করেছে রাজ্য সরকার।
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম