।। প্রথম কলকাতা ।।
অস্ট্রেলিয়ান ওপেনে একটি নতুন ভূমিকায় ফিরে আসছেন তিনবারের গ্র্যান্ড স্ল্যাম চ্যাম্পিয়ন অ্যাশলে বার্টি। মেলবোর্নে অস্ট্রেলিয়ান টেনিস তারকা অলিভিয়া গাডেকিকে পরামর্শ দেবেন তিনি। মেলবোর্ন পার্কে অস্ট্রেলিয়ার ৪৪ বছরের অপেক্ষার অবসান ঘটানোর পরই মাত্র ২৫ বছর বয়সে ২০২২ সালের মার্চ মাসে টেনিস কোর্টকে বিদায় জানান অ্যাশলে বার্টি।
ইউনাইটেড কাপে গাডেকি জানিয়েছেন যে বার্টি মরসুমের প্রথম গ্র্যান্ড স্লামের জন্য তার ক্যাম্পে থাকবেন। অস্ট্রেলিয়ান অ্যাসোসিয়েটেড সংবাদকে গাডেকি বলেছেন, “আমি সত্যিই সৌভাগ্যবান যে আমার কোনো প্রশ্ন থাকলে বা আমার পরামর্শের প্রয়োজন হলে সবসময় তার (বার্টির) সঙ্গে যোগাযোগ করতে সক্ষম হয়েছি, সে সবসময় আমার জন্য আছে।”
অলিভিয়া গাডেকি আগামী সপ্তাহে হোবার্ট ইন্টারন্যাশনাল-এ অস্ট্রেলিয়ান ওপেনের জন্য প্রস্তুতি শুরু করবেন। ২০২৩ অস্ট্রেলিয়ান ওপেন অনুষ্ঠিত হতে চলেছে ১৬ থেকে ২৯ জানুয়ারী।
অবসর নেওয়ার পর অ্যাশলে বার্টি বলেন, “আমি জানি নিজের থেকে সেরাটা বের করে আনতে কতটা কাজ করতে হয়। আমি আমার দলকে একাধিকবার বলেছি আমার মধ্যে এখন আর তা নেই। শারীরিকভাবে, আমার আর কিছুই দেওয়ার নেই। টেনিসের এই সুন্দর খেলায় আমার যা আছে তা আমি একেবারেই দিয়েছি, এবং আমি এতে সত্যিই খুশি।”