।। প্রথম কলকাতা ।।
চিকিৎসার জন্য দেরাদুন থেকে মুম্বাইতে স্থানান্তরিত করা হবে ভারতের উইকেটরক্ষক-ব্যাটার ঋষভ পন্থকে। যিনি গত সপ্তাহে একটি ভয়াবহ গাড়ি দুর্ঘটনায় আহত হয়েছিলেন। পন্থের কপালে দুটি জায়গায় কেটে যায়, ডান হাঁটুর একটি লিগামেন্ট ছিঁড়ে যায়। এবং তার ডান হাতের কব্জি, গোড়ালি, পায়ের আঙ্গুল এবং পিঠে আঘাত পান।
তিনি বর্তমানে দেরাদুনের ম্যাক্স হাসপাতালে চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন। তবে, দিল্লি ও জেলা ক্রিকেট অ্যাসোসিয়েশনের (ডিডিসিএ) পরিচালক শ্যাম শর্মা জানিয়েছেন যে আরও চিকিৎসার জন্য বুধবার পন্থকে মুম্বাইতে স্থানান্তরিত করা হবে। শর্মা সংবাদ সংস্থা এএনআইকে জানিয়েছেন, “আমি তার মায়ের সঙ্গে যোগাযোগ করেছি। আমরা তার লিগামেন্ট ছিঁড়ে যাওয়ার জন্য আরও চিকিৎসার জন্য তাকে মুম্বাইতে স্থানান্তর করব।”
গত ৩০ ডিসেম্বর কাকভোরে উত্তরাখণ্ডের রুরকি যাওয়ার পথে পন্থের গাড়ি দুর্ঘটনার মুখোমুখি হয়। ঘটনাটি ঘটে রুরকির কাছে মহম্মদপুর জাটে। ঘটনা পর পন্থ দাবি করেন যে গাড়ি চালানোর সময় তিনি ঘুমিয়ে পড়েন, যার ফলে গাড়িটি ডিভাইডারের সঙ্গে সংঘর্ষ হয় এবং আগুন ধরে যায়। সংঘর্ষের পর প্যান্টের মার্সিডিজে আগুন ধরে যায়। এবং গাড়িটি সম্পূর্ণ ভস্মিভূত হয়ে যায়। গাড়ির উইন্ডস্ক্রিন ভেঙে বেরিয়ে আসেন ঋসভ পন্থ। গাড়িতে তিনি একাই ছিলেন। দেরাদুন হাসপাতালে স্থানান্তর করার আগে ভারতের উইকেটরক্ষক-ব্যাটারকে রুরকি হাসপাতালে নিয়ে যাওয়া হয়।