।। প্রথম কলকাতা।।
Santali Education: সাঁওতালি মাধ্যমে শিক্ষা ব্যবস্থা ক্রমশ বঞ্চনার শিকার হচ্ছে । এই অভিযোগকে সামনে রেখে বুধবার সকাল থেকেই জেলায় জেলায় বিক্ষোভের ( Protest) আগুন জ্বলতে শুরু করেছে। পথে নেমেছেন আদিবাসী সংগঠন ( Santali Organization) ভারত জাকাত মাঝি পরগনা মহল । এদিন পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া ,বাঁকুড়ার বিভিন্ন এলাকায় রাস্তা অবরোধ করার কর্মসূচি গ্রহণ করেছেন তাঁরা । ১২ ঘণ্টা পর্যন্ত এই অবরোধ কর্মসূচি চালিয়ে যাওয়ার পরিকল্পনা রয়েছে তাদের। যার নাম দেওয়া হয়েছে ‘চাক্কা জ্যাম’ ।
সূত্রের খবর অনুযায়ী, সকাল ছ’টা থেকে ওই চার জেলার বিভিন্ন এলাকায় পথ অবরোধ শুরু হয়। যত বেলা বাড়তে থাকে ততই অবরোধকারীদের সংখ্যা বাড়তে থাকে। তাঁরা একগুচ্ছ দাবি নিয়ে আজ পথে নেমেছেন। যদিও এই দাবিগুলি নিয়ে রাজ্য সরকারের সঙ্গেই আলোচনায় বসতে চেয়েছে ভারত জাকাত মাঝি পরগনা মহল । তাদের কয়েক দফা দাবি গুলি মূলত সাঁওতালি শিক্ষাকে কেন্দ্র করে। প্রথমত পৃথক সাঁওতালি শিক্ষা বোর্ড গঠন করতে হবে । এছাড়াও সাঁওতালি মাধ্যমে শিক্ষা পরিকাঠামোকে ( Education Structure) বর্তমানে তুলনায় অনেকটাই উন্নত করতে হবে ।
তাদের মূল দাবি গুলি হল, যে সকল সাঁওতালি মাধ্যম স্কুলগুলি রয়েছে সেখানে স্থায়ী শিক্ষক নিয়োগ করতে হবে । যারা ভলেন্টারি শিক্ষক রয়েছেন তাদেরকে পার্শ্বশিক্ষক হিসেবে নিয়োগ করতে হবে। প্রতি জেলায় সাঁওতালি মাধ্যম স্কুল এবং কলেজ প্রতিষ্ঠা করতে হবে। এছাড়াও সেখানে প্রয়োজন অনুযায়ী পর্যাপ্ত শিক্ষক নিয়োগ করতে হবে ও পাঠ্যপুস্তক প্রদানের বিষয়টিতে নিয়মিত হতে হবে। সাঁওতালি মাধ্যমে স্নাতকোত্তর ডিগ্রি কোর্স চালু করতে হবে সাধু রামচাঁদ মুর্মু বিশ্ববিদ্যালয়ে। এছাড়াও সাঁওতালি গান এবং নাচের কোর্স চালু করার মত কয়েক দফা দাবি উঠে এসেছে এই আন্দোলনের মাধ্যমে।
সকাল থেকে আদিবাসী সংগঠনের এই চাক্কা জ্যাম কর্মসূচির জেরে বেহাল পরিবহন ব্যবস্থা। থমকে রয়েছে গাড়ির চাকা। একাধিক জায়গায় জাতীয় সড়ক আটকে বিক্ষোভ প্রদর্শন করছেন আদিবাসীর সংগঠন । একই সঙ্গে তাঁরা জানিয়েছেন , দাবি পূরণ না হলে আগামী দিনে এই আন্দোলনের আকার আরও বৃহৎ হবে।
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম