।। প্রথম কলকাতা ।।
Weather update: চলতি সপ্তাহে শহর জুড়ে নামবে পারদ। সামান্য হলেও শীত প্রেমীদের আক্ষেপ মিটতে চলেছে। মঙ্গলবার সকাল থেকেই ঘন কুয়াশার চাদরে ঢেকে গিয়েছে প্রায় গোটা বাংলা। বুধবার পর্যন্ত কুয়াশার দাপট অব্যাহত থাকবে বলেই জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। বৃহস্পতিবার থেকে পারদ পতনের পালা শুরু হবে।
কলকাতার পাশাপাশি জেলায় জেলায় তাপমাত্রা আরও তিন থেকে চার ডিগ্রি নামবে। পশ্চিমাঞ্চলের জেলার তাপমাত্রা নামতে পারে ১০ ডিগ্রির নিচে।ফলে শীত (Winter) উপভোগ করা এখন কেবলমাত্র সময়ের অপেক্ষা। আবহাওয়াবিদরা জানিয়েছেন বিপরীত ঘূর্ণাবর্ত, নিম্নচাপ জলীয় বাষ্পের দেওয়াল, এ রাজ্যের শীত একের পর এক বাধার সম্মুখীন হয়েছে। যদিও বৃহস্পতিবার পর থেকে বৈপরীত্য কিছুটা হলেও কাটতে চলেছে। বাধাহীন উত্তরে হওয়ার দাপটে বেলাতে শীতের শাসন চলবে বঙ্গে।
মঙ্গলবার সকাল থেকেই কলকাতায় শহরে গাঢ় কুয়াশা। আটটার পর থেকে কুয়াশা (Fog) কেটে আকাশ পরিষ্কার হবে। আগামী বৃহস্পতিবার থেকে পারদ নামতে শুরু করবে কলকাতায়। চলতি সপ্তাহের শনি রবিবারের মধ্যে কলকাতা ১৩ ডিগ্রি বা তার নিচে নেমে যেতে পারে তাপমাত্রার পারদ।
উত্তরবঙ্গের ক্ষেত্রে আগামী পাঁচদিন শুষ্ক এবং পরিষ্কার আবহাওয়া থাকবে। শুধুমাত্র দার্জিলিং, কালিম্পং এর কয়েকটি এলাকায় হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়া উত্তরবঙ্গেও সকালের দিকে হালকা কুয়াশা থাকবে।
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম