।। প্রথম কলকাতা ।।
মিড সাইজ SUV থেকে ইলেকট্রিক গাড়, চার চাকা বাজারে ঝড় তুলতে আসছে একের পর এক দুর্দান্ত মডেল। তালিকায় ভিড় জমিয়েছে Mahindra থেকে শুরু করে Tata Motors, Hyundai, MG Motor, BMW এবং Citroen। এর মধ্যে বেশ কিছু গাড়ি লঞ্চ হবে এই মাসেই। আর বাকি পা রাখবে আসন্ন কয়েক মাসের মধ্যেই। প্রযুক্তির কথা মাথায় রেখে প্রত্যেক গাড়িতেই দেখা যাবে আধুনিক বৈশিষ্ট্য এবং উন্নত পাওয়ারট্রেন। চলুন দেরি না করে নিম্নলিখিত গাড়িগুলির উপর চোখ বুলিয়ে নেয়া যাক।
১. Mahindra XUV400
২০২২ সালের সেপ্টেম্বরে উন্মোচন হয়েছে এই বৈদ্যুতিক চার চাকা। বলা চলে সার্বিক স্তরে ভারতীয় বৈদ্যুতিক গাড়ির বাজারে Mahindra-এর প্রথম বাজি। বিদ্যুৎ চালিত হলেও ডিজাইনের দিক দিয়ে গাড়িটির সংস্থার অন্যান্য ICE পরিচালিত গাড়ির মতোই। এই মডেলটি তিনটি ভেরিয়েন্টে অফার করা হবে – বেস , ইপি এবং ইএল। থাকবে ৩৯.৪kwh ব্যাটারি প্যাক যা ১৫০ bhp এবং ৩১০nm টর্ক জেনারেট করে দেবে। সংস্থার দাবি, গাড়িটি সিঙ্গেল চার্জ ৪৫৬ কিমি রেঞ্জ দিতে সক্ষম। এর সাথে পাওয়া যাবে ৫০kw ডিসি চার্জার যা ০ থেকে ৮০ শতাংশ চার্জ করতে সময় নেয় ৫০ মিনিট।
আরও পড়ুন: 5 Safest Cars in India: মাহিন্দ্রা নাকি টাটা! দেশের সবচেয়ে নিরাপদ গাড়ি কোনগুলি?
২. Mahindra Thar 2WD
বাজারে চলমান Thar গাড়ির নতুন টু হুইল ড্রাইভ ভার্সন আনছে মাহিন্দ্রা। যা এই বছরই লঞ্চ করবে। এই SUV গাড়িতে মিলবে একটি ১.৫ লিটার ডিজেল ইঞ্জিন একটি ২.২ লিটার ডিজেল ইঞ্জিন এবং ২ লিটার টার্বো পেট্রল ইঞ্জিন যা ১১৭bhp শক্তি উৎপাদন করে। সাথে রয়েছে ৫ স্পিড ম্যানুয়াল গিয়াবক্স। অটো ট্রান্সমিশন পাওয়া যাবে না। তবে এই গাড়িতে থাকবে টু হুইল ড্রাইভ বৈশিষ্ট্য। মাহিন্দ্রা থর টু হুইল ড্রাইভ ভার্সন জানুয়ারি মাসেই লঞ্চ হতে পারে।
৩. MG Hector Facelift
ফ্রন্ট ফেসিয়া সহ একগুচ্ছ কসমেটিক আপডেট নিয়ে আসবে MG Hector Facelift। নতুন গাড়িটিতে মিলবে একটি বড় গ্রিল, টুইক করা হেডল্যাম্প, একটি নতুন বাম্পার, এবং একটি নতুন টেইল ল্যাম্প। লাল স্ট্রিপের নয়া ডিজাইন সহ গাড়িটি হাজির হবে মাইল্ড হাইব্রিড টেকনোলজির সাথে। থাকবে ১.৫ লিটার পেট্রল ইঞ্জিন যা ১৭০ হর্সপাওয়ার জেনারেট করবে। একটি ২ লিটার ডিজেল ইঞ্জিনের বিকল্পও দেখতে পারেন গ্রাহকরা। ফিচার্সের মধ্যে উল্লেখযোগ্য ১৪ ইঞ্চি পোর্ট্রেইট টাচস্ক্রিন ইনফোমেন্ট সিস্টেম , অ্যাডভান্স ড্রাইভার অ্যাসিস্ট্যান্স সিস্টেম এবং নতুন ডিজিটাল ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার।
৪. Hyundai Ionic 5
ভারতে হুন্ডাইয়ের আসন্ন ফ্ল্যাগশিপ গাড়ি। এটি একটি বৈদ্যুতিক মডেল যা একবার চার্জে ৬৩১ কিলোমিটার রেঞ্জ প্রদান করে। ভারতে স্থানীয় ভাবে গাড়িটি উৎপাদন হবে বলে জানা গিয়েছে। তাই গাড়িটির দামও যে তুলনামূলক কম হবে তা আশা করা যায়। হুন্ডাইয়ের গাড়িটিতে রয়েছে ৭২.৬kwh ব্যাটারি প্যাক যা ২১৭ bhp শক্তি উৎপাদন করে। এই গাড়িটির অন্যতম বৈশিষ্ট্য এটির ৮০০ ভি সুপার চার্জিং প্রযুক্তি যা ১০ থেকে ৮০ শতাংস চার্জ করতে মাত্র ১৮ মিনিট সময় নেয়।
আরও পড়ুন: আরও এক নজির Tata Motors – এর ঝুলিতে, 50,000 তম ইলেকট্রিক গাড়ি ডেলিভারি করল সংস্থা
৫. BMW X1
দেশে খুব শীঘ্রই পা রাখবে বিএমডাব্লুউ এক্স১। এটি একটি SUV মডেল যার দীর্ঘ প্রতিদ্বন্দ্বী অডি Q৩ এর থেকে বেশি ৪,৫০০ মিমি। ডিজাইনের মধ্যে রয়েছে ফ্লাট বনেট এবং টেইল গ্রিল। এটিতে ফ্রেমলেস কার্ভড ডিসপ্লে দেখা যাবে যার মধ্যে অন্তর্ভুক্ত থাকবে ডিজিটাল ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার। মাইল্ড হাইব্রিড টেকনোলজি সহ গাড়িটিতে তিনটি ইঞ্জিনের বিকল্প মিলবে- ১.৫ লিটার , ২ লিটার এবং ২ লিটার ডিজেল।
৬. Citroen C3 Electric
গত বছরই লঞ্চ হয়েছে সিট্রোয়ে সি৩ এর পেট্রল ভার্সন। যা বেশ সাড়া ফেলেছিলো বাজারে। এই গাড়ি লঞ্চ হওয়ার ১ বছর না অতিক্রম হতেই এটির বৈদ্যুতিক এডিসন লঞ্চ করতে চলেছে সংস্থা। ডিজাইনের দিক দিয়ে কোনো বদল নেই গাড়িতে। ব্যাটারি প্যাক মিলবে ৩০.২kwh যা সিঙ্গেল চার্জে প্রায় ৩৫০ কিলোমিটার রেঞ্জ দেবে। এই হ্যাচব্যাকটিতে ফাস্ট চার্জিংয়ের জন্য ৩.৩kw এসি চার্জার যুক্ত করতে পারে গাড়ি প্রস্তুতকারক সংস্থা।
৭. Tata Harrier Facelift
গাড়িটির সফল লঞ্চের জন্য ইতিমধ্যে রাস্তায় টেস্টিং শুরু করে টাটা মোটোর্স। সূত্রের খবর, টাটা হ্যারিয়ার ফেসলিফ্ট ভার্সন ২০২৩ সালে অনুষ্ঠিত অটো এক্সপো অনুষ্ঠানে উন্মোচন হতে পারে। যা ইঙ্গিত দে গাড়িটির লঞ্চ তারিখ বেশি দূর নেই। এই নতুন SUV একাধিক নতুন ফিচার্স পরিলক্ষিত হতে পারে যেমন বড় ইনফমেন্ট সিস্টেম, নতুন ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার, অ্যাডভান্স ড্রাইভার অ্যাসিস্ট্যান্স সিস্টেম ইত্যাদি। সুরক্ষাও থাকবে মজবুত।