।। প্রথম কলকাতা ।।
Omicron BF. 7 Symptoms : ২০২২ এর একেবারে শেষ লগ্নে এসে করোনা (Corona) আরেকবার মাথাচাড়া দিয়ে ওঠে চীনে। পুনরায় মৃত মানুষের পাহাড় দেখতে পাওয়া গিয়েছে। কারণ চীনে করোনার নয়া সাব ভ্যারিয়েট Omicron BF. 7 এর বাড়বাড়ন্ত দেখতে পাওয়া গিয়েছে। ইতিমধ্যেই এটি ভারতে এসে প্রবেশ করেছে। কারণ ভারতের বিভিন্ন রাজ্যে এই নয়া সাব ভ্যালিয়েন্টের হদিশ মিলেছে, যা জনসাধারণের মধ্যে উদ্বেগ সৃষ্টি করার জন্য যথেষ্ট। আর শীতকালে এই ধরনের সংক্রামক ভাইরাসের শক্তি আরও বৃদ্ধি পায়, এমনটাই বলছেন বিশেষজ্ঞরা।
শীতে এমনিতেও মানুষের জ্বর সর্দি কাশির সমস্যা দেখতে পাওয়া যায়। আর Omicron BF. 7 এর উপসর্গ (Symptoms) খানিকটা জ্বর সর্দি কাশির মতই। এখানেই মূল সমস্যা। কীভাবে বুঝবেন আপনি সাধারণ জ্বরে আক্রান্ত নাকি আপনার শরীরে বাসা বেধেছে Omicron BF. 7।
Omicron BF. 7 এর বৈশিষ্ট্য :
এই নতুন সাব ভ্যারিয়েন্টের উপসর্গ হল গলা ব্যথা, জ্বর, সর্দি , কাশি, শরীরে ব্যথা, মাথা ব্যথা, শ্বাসকষ্ট এবং ভীষণ ক্লান্তি ভাব। চিকিৎসকরা বলছেন যদি পাঁচ দিন পরে জ্বর সর্দি কাশির মতো উপসর্গগুলি যদি একই রকম ভাবে থেকে যায় শরীরে তাহলে সেই অবস্থায় কোন রকম বিলম্ব না কোভিড টেস্ট করানো উচিত। এই একেবারে সাধারণ উপসর্গগুলি মানুষকে বিভ্রান্ত করতে পারে। কোভিড টেস্ট যদি পজিটিভ আসে সে ক্ষেত্রে Omicron BF.7 এর চিকিৎসা করাতে হবে এবং কোভিড টেস্ট যদি নেগেটিভ আসে তাহলে সাধারণ চিকিৎসাতেই সমস্যার সমাধান হবে।
ভারতে যদিও এখনও পর্যন্ত Omicron BF. 7 বিরাট আকার ধারণ করতে পারেনি। কিন্তু যেহেতু ভারতে এর অস্তিত্ব মিলেছে তাই খুব দ্রুত এটি ছড়িয়ে পড়তে পারে এমনটা আশঙ্কা করছেন সাধারণ মানুষ। এখন সাধারণ ফ্লু কিংবা ভাইরাল জ্বর (Viral Fever) হলেও তাদের মনে ভয় সৃষ্টি হচ্ছে। তাই এই সমস্যার সমাধান করতেই সাধারণ জ্বর ও Omicron BF. 7 এর উপসর্গ সম্পর্কে স্পষ্ট ধারণা দেওয়ার চেষ্টা করছেন বিশেষজ্ঞ চিকিৎসকরা।
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম