।। প্রথম কলকাতা ।।
Shani puja: শনিবার শনিদেবকে উৎসর্গ করা হয়। এই দিনে করা প্রতিকার ও পুজো মানুষের ভাগ্য (luck) পরিবর্তন করে এবং শনিদেবের কৃপায় ভক্তদের সমস্ত মনষ্কামনা পূরণ হয়।
শনিবার পুজো এবং উপবাস করলে শনির দোষ দূর হয়।তেল, লোহার পেরেক, কালো তিল, কালো কাপড়, কালো বিউলির ডাল শনিদেবের প্রতিমায় অর্পণ করুন।
শনিদেব ন্যায়ের দেবতা হিসেবে পরিচিত। কথিত আছে শনিদেব মানুষের ভালো-মন্দ কাজের হিসাব রাখেন। অবস্থা শনিদেবকে সন্তুষ্ট করে ভাল কাজ করলে কোনো মানুষের ফকির থেকে রাজা হতে সময় লাগে না।
জ্যোতিষ শাস্ত্র অনুসারে মনের ইচ্ছা পূরণের জন্য শনিবার কিছু বিশেষ কাজ করলে রাতারাতি বদলে যেতে পারে ভাগ্যের চাকা। শনিবার সন্ধ্যায় শনিদেবের সামনে সরষের তেলের প্রদীপ জ্বালান এছাড়াও তাতে একটি লবঙ্গ রাখুন এই প্রতিকার খুব কার্যকর বলে মনে করা হয়।
জ্যোতিষ শাস্ত্র বলা হয়েছে, সোনিয়া মঙ্গল গ্রহের আশীর্বাদ পেতে নিয়মিত কেরোসিনের প্রদীপ জ্বালান। তবে খেয়াল রাখবেন একটি বাতি যেন একবারই ব্যবহার করা হয়।
অনেকে বলেন শনিবার বাড়ির (Home) পশ্চিম দিকে সর্ষের তেলের প্রদীপ জ্বালালে সমস্ত নেতিবাচকতা দূর হয়। শুধু তাই নয়, সেই সঙ্গে মানুষের কষ্ট দূর হয়।
জ্যোতিষ শাস্ত্র অনুসারে শনিবার শনিদেবের মন্দিরে সরষের তেলের প্রদীপ জ্বালিয়ে তাতে কালো তিল রাখলে শনিদেব প্রসন্ন হন। এমনটা বিশ্বাস করা হয় যে শনিবার প্রবাহমান জলে সরষের তেলের প্রদীপ জ্বালিয়ে রাখলে দারিদ্র দূর হয় এবং ব্যক্তি অর্থ লাভ করেন।
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম