।। প্রথম কলকাতা ।।
USB Type-C Port For all Smart Devices: সমস্ত স্মার্ট ডিভাইজে বাধ্যতামূলক হতে পারে ইউএসবি টাইপ সি পোর্টের ব্যবহার। সম্প্রতি কেন্দ্রীয় সরকারের তরফে একটি টাস্ক ফোর্স গঠন করা হয়েছে। যেখানে প্রস্তাব রাখা হয়েছে, স্মার্টফোন-ট্যাবলেট সহ সমস্ত স্মার্ট ডিভাইজে ইউএসবি টাইপ সি পোর্ট অন্তর্ভুক্ত করতে হবে।
গতবছর এরকমই এক পদক্ষেপ নিয়েছে ইউরোপিয়ান ইউনিয়ন। ছোট, বড় যে কোনও ইলেকট্রনিক যন্ত্রে ইউএসবি সি চার্জার ব্যবহার বাধ্যতামূলক করেছে ইইউ। এবার সেই পথেই হাঁটতে চলেছে কেন্দ্র।
স্মার্ট ডিভাইজে বাধ্যতামূলক হতে পারে ইউএসবি টাইপ সি পোর্ট চার্জিং
সর্বভারতীয় সংবাদ সংস্থা সূত্রে খবর, এই আন্তঃমন্ত্রণালয় টাস্ক ফোর্সের সভাপতিত্ব করছেন ভোক্তা বিষয়ক সচিব রোহিত কুমার সিং। এই টাস্ক ফোর্সের প্রস্তাব, ল্যাপটপ, ট্যাবলেট এবং স্মার্টফোনের মতো ইলেকট্রনিক ডিভাইজের জন্য চার্জিং পোর্ট হিসেবে ইউএসবি টাইপ সি পোর্ট ব্যবহার করতে হবে। নির্দিষ্ট চার্জিং পোর্টের পাশাপাশি স্মার্টফোন ও ফিচার ফোনের ক্ষেত্রে আলাদা দুটি নির্দিষ্ট চার্জিং পোর্টের কথাও উল্লেখ করা হয়েছে এই প্রস্তাবে।
অর্থাৎ, সমস্ত স্মার্ট ডিভাইজের ক্ষেত্রে একটি কমন চার্জার ব্যবহার করতে হবে এবং কম দামি সকল ফিচার ফোনের ক্ষেত্রে একটি নির্দিষ্ট চার্জিং পোর্ট ব্যবহার করতে হবে। রোহিত কুমার সিং এই প্রসঙ্গে বলেন, স্টেকহোল্ডাররা সম্মত হয়েছেন যে সাধারণ চার্জিং পোর্টের একটি পর্যায়ক্রমিক বন্টন পরিচালনা করা যেতে পারে।
যদিও এই প্রস্তাবে এখনও কোনও অনুমোদন দেয়নি কেন্দ্রীয় সরকার। সম্পূর্ণ বিষয়টি বর্তমানে প্রাথমিক পর্যায়ে রয়েছে বলে জানা গিয়েছে। বিশেষজ্ঞদের ধারণা, এই পদক্ষেপের ফলে ই-বর্জ্য অনেকটা কমবে যা বর্তমানে গোটা বিশ্বে একটি বড় চিন্তার বিষয় দাঁড়িয়েছে।
তবে এই পদক্ষেপের ফলে বেশ চাপের মুখে আইফোন (iPhone) নির্মাতা অ্যাপেল (Apple)। কারণ একমাত্র অ্যাপেল বাকি সংস্থাগুলির তুলনায় আলাদা চার্জিং পোর্ট ব্যবহার করে। যদিও ইউরোপিয়ান ইউনিয়নের এই সিদ্ধান্তের সাথে সামঞ্জস্য রাখার জন্য সম্প্রতি ইউএসবি টাইপ সি পোর্ট সমর্থিত আইপ্যাড (iPad) লঞ্চ করেছে অ্যাপেল।