।। প্রথম কলকাতা ।।
Tuberose cultivation: আবেদনময়ী সুবাসের জন্য বিখ্যাত রজনীগন্ধা। সাদা রঙের এই ফুল বাগানের শোভা বাড়ানো ছাড়াও বিভিন্ন উৎসব-পার্বণ ও গৃহ সজ্জায় ব্যাপকভাবে ব্যবহার করা হয়ে থাকে। দিনদিন এই ফুলের চাহিদা বৃদ্ধি পাওয়ায় বর্তমানে আমাদের দেশে বানিজ্যিকভাবে এর যথেষ্ঠ চাষাবাদ হহচ্ছে এইভাবে চাষ করলে আরও বেশি ফুল পাবেন আপনি।
ভালো নিকাশি ব্যবস্থাযুক্ত দোআঁশ ও বেলে মাটি (soil) রজনীগন্ধা চাষের জন্যে উপযুক্ত। রজনীগন্ধা বসানোর জন্য ভালভাবে জমি চাষ করে নেওয়া প্রয়োজন। মাটি ঝুরঝুরে করে নেওয়ার জন্য ২-৩ টি চাষ প্রয়োজন। চারা বসানোর আগে একর প্রতি ১০-১২ টন পচা গোবর সারজমিতে ভালভাবে মিশিয়ে নিন।
এক একর জমিতে ২১০০-২৫০০ টি বাল্ব লাগে।
মার্চ-এপ্রিল মাস বীজ বপনের জন্য সর্বোত্তম সময়।মাটিতে বাল্ব ৫-৭ সেমি গভীরে বপন করুন ।
১.৫-২.০ সেমি ব্যাস এবং ৩০ গ্রামের বেশি ওজনযুক্ত বাল্বগুলি বংশবিস্তারের জন্য ব্যবহৃত হয়। একক বাল্বের ক্ষেত্রে, ১ বা ২ বা ৩টি করে বাল্ব বপন করা হয়। এক বছর চাষের জন্যে প্রতি ক্ষেত্রে ৩ টি করে বাল্ব রোপণ করা হয়। প্রতি ক্ষেত্রে ১ বা ২ বাল্ব রোপন করা হয় এক বছরের অধিক সময় ধরে চাষের জন্য। দুই বা ততোধিক বাল্বের ক্ষেত্রে এক বছরের ফসলের জন্য কেবল দুটি রোপণ করাই যথেষ্ট।
ফুল বৃদ্ধির সময় পরিমাণ মতো ইউরিয়া (urea) দিতে হবে। সার দেওয়ার পর ভালোভাবে সেচ দিতে হবে।
রজনীগন্ধার জমির মাটিতে সবসময় রস থাকা উচিত। গ্রীষ্মকালে ৭ দিন পরপর এবং শীতকালে ১০ দিন পরপর সেচ দেওয়া উচিত।
রজনীগন্ধার জমি সবসময় আগাছা মুক্ত রাখতে হবে। আগাছা দমনের সময় খেয়াল রাখতে হবে যেন কন্দের কোন ক্ষতি না হয়।
রজনীগন্ধার জমিতে নিড়ানী দিতে হবে। নিড়ানী দেওয়ার ফলে গাছ আলো (light), বাতাস ও জল সহজেই পেতে পারে। নিড়ানীর ফলে জমির আর্দ্রতার ধারন ক্ষমতা বাড়ে এবং আগাছা মুক্ত রাখতে সাহায্য করে।
কন্দ লাগানোর ৭০ থেকে ৯০ দিনের মধ্যে গাছে স্টিক আসতে শুরু করে। স্টিক কাটার সময় ধারালো ছুরি ব্যবহার করতে হবে। রজনীগন্ধার স্টিকের প্রথম ফুল ফুটলেই ডাঁটিসহ ফুল কাটতে হবে। ভোরের ঠান্ডা আবহাওয়ায় অথবা পড়ন্ত বিকেলে ফুল কাটতে হবে। স্টিক কাটার সময় খেয়াল রাখতে হবে যেন এটি মাটি থেকে ১.৫ থেকে ২.৫ ইঞ্চি উপরে থাকে। কাটার সাথে সাথে স্টিক গুলির নীচের কাটা অংশ জলতে(water) চুবিয়ে ছায়ায় রাখতে হবে। তাতে ফুল ও স্টিকের সতেজভাব বজায় থাকবে।
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম