।। প্রথম কলকাতা ।।
PGCIL Recruitment: বিজ্ঞপ্তি প্রকাশিত হল কেন্দ্রীয় সরকারের পাওয়ার গ্রিড কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেডের (PGCIL Recruitment 2022)। বিভিন্ন পদে কর্মী নিয়োগের জন্য। প্রকাশিত ওই বিজ্ঞপ্তি থেকে জানা গেছে মোট ৮০০টি শুন্যপদ আছে। নিয়োগ করা হবে ফিল্ড ইঞ্জিনিয়ার, ফিল্ড সুপারভাইজার পদে।
তাহলে চলুন জেনে নেওয়া যাক আবেদন করার বিস্তারিত পদ্ধতি—
মোট শুন্যপদ— ৮০০টি
কোন কোন পদে নিয়োগ করা হবে?
ফিল্ড ইঞ্জিনিয়ার (ইলেকট্রিক্যাল, আইটি, ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন)।
ফিল্ড সুপারভাইজার (ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স
অ্যান্ড কমিউনিকেশন)
বেতন— পে লেভেল অনুযায়ী বেতন হবে ২৩ হাজার টাকা থেকে সর্বোচ্চ ১,২০ হাজার টাকা
কারা আবেদন করতে পারবেন?
ফিল্ড ইঞ্জিনিয়ার (ইলেক্ট্রিক্যাল/ইলেক্ট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন/আইটি) – প্রার্থীর B.E/B.Tech/ B.Sc (Engg.) ডিগ্রি থাকতে হবে এবং এর সাথে শূন্য পদের প্রাসঙ্গিক বিষয়ে এক বছরের স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে প্রাসঙ্গিক ক্ষেত্র অনুযায়ী।
ফিল্ড সুপারভাইজার (ইলেক্ট্রিক্যাল/ইলেক্ট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন)— এর জন্য প্রার্থীদের সংশ্লিষ্ট ক্ষেত্রে ডিপ্লোমা ডিগ্রি থাকতে হবে এবং এক বছরের স্নাতকোত্তর ডিগ্রি ডিপ্লোমা থাকতে হবে।
কীভাবে আবেদন করবেন?
প্রার্থীরা ২১ নভেম্বর (21 নভেম্বর 2022) থেকে অনলাইনে তাদের আবেদনপত্র জমা দিতে পারেন। আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ ১১ ডিসেম্বর (11 ডিসেম্বর 2022)। অন্য কোন পদ্ধতিতে পাঠানো আবেদনপত্র গ্রহণ করা হবে না। প্রার্থীদের বয়স ২৯ বছরের বেশি হলে হবে না।
কী কী পদ্ধতিতে পরীক্ষ হবে?
— লিখিত
— ইন্টারভিউ
আবেদন মূল্য—
ফিল্ড ইঞ্জিনিয়ার — ৪০০টাকা
ফিল্ড সুপারভাইজার— ৩০০টাকা
বিস্তারিত আবেদন পদ্ধতি
১. প্রথমে যান Powergrid.in এর সাইটে
২. তারপর যান কেরিয়ার সেকশনে
৩. এরপর পেয়ে যাবেন জব অপরচুনিটিজ সেকশন
৪. এরপর এক্সিকিউটিভ পজিশন সিলেক্ট করুন
৫. এবার আপনার বৈধ ইমেল আইডি, বিকল্প এক মেল আইডি এবং মোবাইল নাম্বার দিন
৬. এরপর সমস্ত জরুরি তথ্য দিন
৭. তারপর যে আকারে ডকুমেন্ট চাওয়া হচ্ছে তা দিন
৮.তারপর অনলাইনের মাধ্যমে আবেদন মূল্য দিন।
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম