।। প্রথম কলকাতা ।।
UGC NET JUNE 2023: ২০২২ এর ডিসেম্বর ইউজিসি নেটের গুরুত্বপূর্ণ অ্যানাউন্সমেন্ট করেছিলেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (UGC) চেয়ারম্যান এম জগদেশ কুমার (Chairman M Jagadesh Kumar)। ঘোষণা অনুযায়ী আগামী ২১শে ফেব্রুয়ারি থেকে ১০ই মার্চ পর্যন্ত নেট পরীক্ষা হবে। সেক্ষেত্রে পরীক্ষার্থীদের আবেদন পত্র পূরণ করতে হবে ২০২৩ এর ১৭ই জানুয়ারি বিকেল ৫টার মধ্যে। এর মাঝেই আবার ২০২৩ এর জুনের নেট পরীক্ষার কথা ঘোষণা করা হয়েছে। যা শুরু হবে ১৩ই জুন থেকে।
মূলত নেট পরীক্ষা বছরে দু’বার হয়। একটি জুন মাসে এবং অপরটি ডিসেম্বর মাসে। পরীক্ষা নেওয়া হয় সিবিটি (CBT) মোডে অর্থাৎ কম্পিউটারের মাধ্যমে (Computer based test)। ইউজিসি নেট যে কোনো সরকারি বা বেসরকারি কলেজের অধ্যাপকের চাকরির জন্য একটি বাধ্যতামূলক পরীক্ষা। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের পক্ষ থেকে জাতীয় পরীক্ষা সংস্থা এই পরীক্ষার আয়োজন করে। ইউজিসি নেট পরীক্ষায় অংশগ্রহণের জন্য প্রার্থীদের এম এ, এমএসসি, এম টেক, এমবিএ ইত্যাদির মত মাস্টার্সে কমপক্ষে ৫৫ শতাংশ নম্বর থাকতে হবে।
ন্যাশনাল টেস্টিং এজেন্সি (National Testing Agency) ইউজিসি নেট জুন ২০২৩ (UGC NET JUNE 2023)-এর জন্য বিজ্ঞপ্তি জারি করেছে। ইউজিসি চেয়ারম্যান এম জগদেশ কুমার এই তথ্য দিয়েছেন। যে পরীক্ষার্থীরা পরবর্তী সেশনের ইউজিসি নেট (UGC NET) পরীক্ষায় অংশগ্রহণ করতে চান তারা ugcnet.nta.nic.in ওয়েবসাইটে গিয়ে বিস্তারিত জানতে পারেন। প্রকাশিত বিজ্ঞপ্তি অনুসারে, জুন ২০২৩ সেশনের পরীক্ষা ১৩ই জুন থেকে ২২শে জুন পর্যন্ত অনুষ্ঠিত হবে। ডিসেম্বর ২০২২ সেশনের জন্য নিবন্ধন প্রক্রিয়া ২০২২ এর ২৯শে ডিসেম্বর থেকে শুরু হয়েছে।
মিডিয়া রিপোর্ট অনুযায়ী, ইউজিসি নেট (UGC NET) পরীক্ষার রেজিস্ট্রেশন প্রক্রিয়া ২০২৩ এর মে মাস থেকে শুরু হতে পারে। ২০২২ এর ডিসেম্বর সেশনের আবেদন প্রক্রিয়া ২৯শে ডিসেম্বর থেকে ২০২৩ এর ১৭ই জানুয়ারি পর্যন্ত চলবে। পরীক্ষা পরিচালিত হবে ২১শে ফেব্রুয়ারি থেকে। সাধারণত ইউজিসি নেট (UGC NET) পরীক্ষার তারিখের ১ মাস আগে নিবন্ধন প্রক্রিয়া শুরু হয়। তাই ২০২৩ সালের জুন সেশনের জন্য নিবন্ধন প্রক্রিয়া মে মাসে শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে।
UGC NET is conducted twice every year by National Testing Agency (NTA) in June & December every year. This is to inform the prospective applicants that the first UGC NET June 2023 Cycle will be conducted from 13 to 22 June 2023: UGC Chairman M Jagadesh Kumar
— ANI (@ANI) December 30, 2022
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম