।। প্রথম কলকাতা ।।
Spondylitis Symptoms: ঘাড় পিঠ কোমরে ব্যথা? আপনার স্পন্ডিলাইটিস (Spondylitis) হচ্ছে না তো? মহিলাদের অনেকেই স্পন্ডিলাইটিসের সমস্যায় ভোগেন। সঠিক সময়ে চিকিৎসা শুরু করলে স্পন্ডিলাইটিস সাড়ানো সম্ভব। কিন্তু অনেক ক্ষেত্রেই স্পন্ডিলাইটিসের লক্ষণগুলি (Spondylitis Symptoms) জানা না থাকায় চিকিৎসা শুরু হতে দেরি হয়। কোন কোন শারীরিক সমস্যা দেখা দিলে বুঝবেন স্পন্ডিলাইটিসের সমস্যা দেখা দিয়েছে?
স্পন্ডিলাইটিসের সমস্যা দেখা দিলে সবার প্রথমেই কোমর এবং তার পার্শ্ববর্তী অঞ্চলে শক্তভাব অনুভব এবং তার সঙ্গে ব্যথা হওয়ার লক্ষণ দেখা দেয়। সবথেকে বেশি এই সমস্যা দেখা দেয় সকালের দিকে। মাথা ঘোরা, গা বমিভাব এবং ঘাড়ের যন্ত্রণাও এর আরও লক্ষণ।
স্পন্ডিলাইটিসের (Spondylitis) সমস্যা দেখা দিলে শিরদাঁড়া এবং তার আশেপাশে ব্যথা, যন্ত্রণা দেখা দেয়।
এই সমস্যা পিঠের নিচের দিকে দেখা দিতে পারে। অনেক সময়ই টানা অনেকক্ষণ কাজ করার কারণে পিঠে ব্যথা হয়। তাই এই উপসর্গ বহু মানুষই এড়িয়ে চলেন। কিন্তু সাধারণ পিঠে ব্যথার সঙ্গে স্পন্ডিলাইটিসের সমস্যাকে এক করে ফেললে চলবে না। চিকিৎসা শুরু করতে দেরি হলে তা ক্রনিক ডিজিজে পরিণত হতে পারে।
শিরদাঁড়ায় লিগামেন্টে টান ধরার সমস্যা দেখা দিতে পারে।
কোমর এবং ঘাড়ের জয়েন্টেও ব্যথা, যন্ত্রণা হতে পারে স্পন্ডিলাইটিসের কারণে।
অন্যান্য নানা শারীরিক কারণের পাশাপাশি পরিবারের ইতিহাস থেকেও স্পন্ডিলাইটিসের সমস্যা দেখা দেয়। আবার অনেকের ক্ষেত্রেই পরিবারের কারও এই সমস্যা না থাকলেও এই অসুখ দেখা দিতে পারে। স্পন্ডিলাইটিসের সমস্যা দেথা দিলে ব্যথা, যন্ত্রণার সঙ্গে চোখের সমস্যাও দেখা দেয়। চোখে (Eye) ব্যথা, দৃষ্টি ঝাপসা হয়ে যাওয়ার মতো সমস্যা দেখা দেয়। এমন পরিস্থিতিতে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া দরকার।
মাথা ঘোরা, বমিভাবের সঙ্গে হৃদরোগের সমস্যাও দেখা দিতে পারে স্পন্ডিলাইটিস হলে। বিশেষজ্ঞদের মতে, এই অসুখ প্রভাব ফেলে হৃদপিণ্ডে। তাই বিভিন্ন প্রকার হৃদরোগ হতে পারে এই রোগের ফলে।
স্পন্ডিলাইটিসের সমস্যা দেখা দিলে দ্রুত চিকিৎসকের সঙ্গে পরামর্শ করা প্রয়োজন। পিঠের নিচে, কোমরে, ঘাড়ে ব্যথা হতে থাকলেই চিকিৎসকের সঙ্গে যোগাযোগ করুন। এছাড়াও দ্রুত একজন চক্ষু বিশেষজ্ঞর সঙ্গেও পরামর্শ করা প্রয়োজন।
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম