।। প্রথম কলকাতা ।।
Dankuni: বাংলার প্রথম বন্দে ভারত এক্সপ্রেস (Vande Bharat Express) শুক্রবার হাওড়া স্টেশন থেকে রওনা দেয় নিউ জলপাইগুড়ি স্টেশনের উদ্দেশ্যে। প্রথম দিন তার যাত্রাপথে একাধিক স্টেশনে দাঁড়ানোর কথা পূর্বেই ঘোষণা করা হয়েছিল। সেই তালিকায় সর্বপ্রথম ছিল ডানকুনি স্টেশনের নাম। বন্দে ভারত এক্সপ্রেসকে স্বাগত জানাতে আগে থেকেই তৈরি ছিল ডানকুনি স্টেশন (Dankuni Station)। সবদিক সাজিয়ে তোলা হয়েছিল সুন্দরভাবে। পুষ্প বৃষ্টি থেকে শুরু করে ঢাকের বাদ্যি কোন কিছুই বাদ যায়নি। ট্রেন যাত্রীদের খাবার দেওয়ার ব্যবস্থা করা হয় আইআরসিটিসির ক্যাটারিং সংস্থার তরফ থেকে।
ডানকুনি স্টেশনে প্রায় দশ মিনিট মত দাঁড়ায় বন্দে ভারত এক্সপ্রেস । সেখানে যাত্রীদের সকালের খাবার (Break fast) দেওয়ার পর ফের সেটি কামারকুন্ডু স্টেশনের দিকে রওনা দেয়। শুক্রবার বেলা বারোটা নাগাদ ডানকুনিতে এসে পৌঁছেছিল বন্দে ভারত এক্সপ্রেস। আইআরসিটিসির ক্যাটারিং সংস্থার এক মহিলা কর্মী তনুশ্রী দাস জানান, যাত্রী স্বাচ্ছন্দ্যের বিষয়টি সর্বপ্রথম এবং সর্বাধিক গুরুত্ব দেওয়া হচ্ছে। ইতিমধ্যে তাদের সকালের খাবার ট্রেনে বোর্ড করে দেওয়া হয়েছে । এরপর সময় অনুযায়ী দুপুরের খাবারও থাকবে।
একই সঙ্গে তিনি জানান, ট্রেনে থাকছে মেনু কার্ড অর্থাৎ যাত্রীরা তাদের পছন্দমত খাবার অর্ডার করে নিতে পারবেন। বন্দে ভারত এক্সপ্রেসের প্রথম দিনের যাত্রীদের কাছ থেকে যাতে কোনরকম অভিযোগ উঠে না আসে সেদিকে যথেষ্ট খেয়াল রাখছেন কর্মীরা। খাবার-দাবারের পাশাপাশি শারীরিক ভাবেও তাদের যাতে কোনো রকম সমস্যা হয় না সেদিকেও নজরদারি চলছে। আনন্দবাজার পত্রিকায় প্রকাশিত প্রতিবেদন সূত্রে জানা যায়, প্রথম দিন বন্দে ভারতের হাওড়া থেকে নিউ জলপাইগুড়ি পর্যন্ত রুটের মধ্যে ১৬টি স্পিড ব্রেকার থাকছে।
অর্থাৎ এই এক্সপ্রেস ট্রেনটি ১৬টি স্টেশনে দাঁড়াবে। ডানকুনি, কামারকুন্ডু, মশাগ্রাম, বর্ধমান, খানা, আহমদপুর, সাঁইথিয়া, রামপুরহাট, ছাতরা, নিউ ফরাক্কা, মালদা টাউন, মুকুরিয়া, বারসোই, কিষাণগঞ্জ ও আলুয়াবাড়ি রোড এবং সবশেষে নিউ জলপাইগুড়ি। এদিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi) এই বন্দে ভারত এক্সপ্রেস এর উদ্বোধনী অনুষ্ঠানে ভার্চুয়াল মাধ্যমে বক্তৃতায় জানান, ভারতের উন্নয়নের জন্য রেলের উন্নয়ন অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর সেই উন্নয়নে সাহায্য করবে ৪৭৫ টি বন্দে ভারত এক্সপ্রেস।
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম