।। প্রথম কলকাতা ।।
দিল্লি থেকে বাড়ি ফেরার সময় ডিভাইডারের সঙ্গে ধাক্কায় গাড়িতে আগুন লেগে আহত হয়েছেন ভারতীয় ক্রিকেটার ঋষভ পন্থ। দুর্ঘটনাটি ঘটেছে শুক্রবার ভোরে উত্তরাখণ্ডের রুরকির কাছে। প্রাথমিক রিপোর্ট থেকে জানা যায় যে তার মার্সিডিজ গাড়ি চালিয়ে দিল্লি থেকে উত্তরাখন্ড যাচ্ছিলেন। উত্তরাখণ্ড পুলিশের ডিরেক্টর জেনারেল অশোক কুমার নিশ্চিত করেছেন যে দুর্ঘটনার সময় ক্রিকেটার গাড়িতে একা ছিলেন এবং গাড়িতে আগুন ধরে যাওয়ার পর গাড়ি থেকে উইন্ডস্ক্রিন ভেঙে বেড়িয়ে আসেন।
দুর্ঘটনায় তার মাথা, হাঁটু, পায়ের পাতা ও পিঠে আঘাত লেগেছে। চিকিৎসকদের মতে, কপাল ও পায়ে আঘাত পেয়েছেন পন্ত। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান পুলিশ সুপার স্বপ্না কিশোর সিং। দুর্ঘটনায় গুরুতর আহত ঋষভ পন্থকে প্রথমে দিল্লি রোডের সাক্ষম হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতালের চেয়ারম্যান ডাঃ সুশীল নগর জানিয়েছেন যে বর্তমানে ঋষভ পন্থের অবস্থা স্থিতিশীল, তাকে ম্যাক্স দেরাদুনে রেফার করা হয়েছে। প্রত্যক্ষদর্শীদের মতে, ঋষভের গাড়ি ডিভাইডারের সঙ্গে ধাক্কা লেগে আগুন ধরে যায়। অনেক কষ্টে আগুন নিয়ন্ত্রণে আনা হয়।
Gell Well Soon @RishabhPant17
God heal you soon 🙏🏻
Please God #RishabhPant pic.twitter.com/JdxxWoYgIK— Roger Binny 🇮🇳 (@iRogerBinny) December 30, 2022