।। প্রথম কলকাতা ।।
Bangladesh Metro: ২০২২ এর ২৮শে ডিসেম্বর বাংলাদেশের (Bangladesh) মানুষ বর্ষবরণের আগেই পেলেন দারুণ পুরুস্কার। বৃহস্পতিবার (Thursday) থেকে তাদের সামনে খুলে গিয়েছে স্বপ্নের দরজা। তাই ভোর থেকে সকালের ঠান্ডা আর কুয়াশাকে উপেক্ষা করে বহু মানুষ লম্বা লাইনে দাঁড়িয়ে আছেন। কেউ বা আবার সেই রাত এগারোটা থেকে লাইনে দাঁড়িয়েছেন। প্রথম যাত্রীবাহী যে মেট্রোটি (Metro) বাংলাদেশের উপর দিয়ে ছুটবে সেই মেট্রোতে তারা যাত্রী হবেন। এই প্রত্যাশা নিয়ে অনেকে সেই মাঝ রাত থেকে দিয়া বাড়ির উত্তর ষ্টেশনের কাছে লাইন দিয়েছিলে। শিশুরাও সেই মাহেন্দ্রক্ষণের সাক্ষী হতে চায়। পুরুষ, নারী, শিশুসহ টিকিটের লাইন বেশ লম্বা। বৃহস্পতিবার সকাল ৮টা নাগাদ বাংলাদেশের সাধারণ মানুষকে নিয়ে যাত্রীবাহী মেট্রো দিয়াবাড়ি থেকে এগিয়ে গিয়েছে আগারগাঁওয়ের দিকে।
বহু প্রতীক্ষিত স্বপ্নের মেট্রো রেল (Metro Rail) উদ্বোধন করেছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা (PM Sheikh Hasina)। বুধবার শেখ হাসিনা এবং তাঁর ছোট বোন রেহানা টিকিট কেটে মেট্রো। রেলে চড়েন। তাঁরা দিয়াবাড়ি স্টেশন থেকে পৌঁছান আগারগাঁও স্টেশনে। পদ্মা সেতুর পর মেট্রো রেল বাংলাদেশের মুকুটে যোগ করেছে নয়া পালক। প্রধানমন্ত্রীর সঙ্গে ভ্রমণ সঙ্গী হিসেবে ছিলেন স্কুল কলেজ মাদ্রাসার শিক্ষার্থী, বীর মুক্তিযোদ্ধা, পোশাক কর্মী, রিকশাচালক, সবজি বিক্রেতা সহ বহু মানুষ। সাধারণ যাত্রীরা মেট্রো রেলে চড়তে পারছেন বৃহস্পতিবার সকাল ৮ টা থেকে। উত্তরা থেকে আগারগাঁও পথের জন্য ৬টি কোচ বিশিষ্ট ১০টি ট্রেন রয়েছে। আপাতত প্রথম তিন মাস মেট্রো মাঝের কোন স্টেশনে থামবে না। এক একটি মেট্রোতে থাকবেন সর্বোচ্চ ২০০ জন যাত্রী। ঢাকার যানজটের যন্ত্রণা থেকে মুক্তি পাবে বাংলাদেশবাসী। শুধুমাত্র সপ্তাহের একটি দিন মঙ্গলবার মেট্রো ট্রেন চলাচল বন্ধ থাকবে।
স্বপ্নের মেট্রো রেলে চড়ার জন্য সকাল থেকে মানুষ মুখিয়ে ছিলেন। সাধারণ যাত্রীদের নিয়ে মেট্রো চালু হয়েছে বৃহস্পতিবার। কেউ বা লাইন দিয়েছেন ভোর থেকে আবার কেউ বা সেই রাত এগারোটা থেকে। বৃহস্পতিবার সকাল হতেই উত্তর স্টেশনে দেখা যায় মেট্রো রেলে ওঠার জন্য উৎসুক জনতার দীর্ঘ লাইন। একদিকে প্রচণ্ড কুয়াশা, অপরদিকে কনকনে ঠান্ডা। প্রাকৃতিক আবহাওয়া বাংলাদেশের সাধারণ মানুষকে আটকে রাখতে পারেনি। দীর্ঘ লাইনে থাকা মানুষদের একটাই আশা, বৃহস্পতিবার যাত্রার প্রথম মেট্রো রেলটিতে তারা উঠবেন।
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম