।। প্রথম কলকাতা ।।
Dhritiman Chatterjee: বছর শেষে খুশির খবর এসেছে ধৃতিমান চট্টোপাধ্যায়ের জন্য। কী সেই খবর? কোনও নতুন করে সম্মান পাচ্ছেন অভিনেতা? হ্যাঁ, ঠিকই ধরেছেন। নতুন বছরের শুরুতে সিনেমা জগতের বর্ষসেরাদের পুরস্কার দিতে চলেছে WBFJA অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল ফিল্ম জার্নালিস্টস অ্যাসোসিয়েশন। যে তালিকায় নাম এসেছে এই বর্ষীয়ান অভিনেতার।
নতুন বছরের প্রথম মাসে লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ডে (Lifetime Achievement Award) ভূষিত করা হবে ধৃতিমান চট্টোপাধ্যায়কে। ‘দ্য ওয়াল’ সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী, তিনি সম্মাননা গ্রহণ করবেন বলেও আয়োজকদের জানিয়ে দিয়েছেন। তা এবারে WBFJA-এর ট্যাগলাইন কী থাকছে? প্রতিবারই এই অনুষ্ঠানের আয়োজন করে থাকেন তাঁরা। এই মর্মে মঙ্গলবার বিকেলে রবীন্দ্র সদনের (Rabindra Sadan) কাছে রোটারি সদনে নমিনেশন তালিকা ঘোষণা করা হয়েছে। যেখানে বছরের ১১১টি ছবি থেকে বাছাই করে নেওয়া হয়েছে সেরাদেরকে। এবারে তাঁদের ট্যাগলাইন ‘বর্ষসেরায় বর্ষশুরু’ অর্থাৎ সেরাদের দিয়ে শুরু হবে নতুন বছর।
নমিনেশনের তালিকা এদিন প্রকাশের পর আলাদা করে ধৃতিমান বাবুর নাম ঘোষণা করা হয়েছে। রিপোর্ট অনুযায়ী আয়োজকদের পক্ষ থেকে সংগঠনের সেক্রেটারি নির্মল ধর বলেছেন, ‘চলচ্চিত্র জগতে বর্ষীয়ান এই অভিনেতার অবদান অনস্বীকার্য। আর সে কথা মাথায় রেখে তাঁর হাতে এ বছরের সত্যজিৎ রায় জীবনকৃতি সম্মাননা তুলে দেওয়া হবে। সত্যজিৎ রায়ের একাধিক ছবিতে দেখা গিয়েছে তাঁকে। শুধু বাংলা নয় হিন্দি, মালয়ালাম, শ্রীলঙ্কান ছবিও করেছেন এই অভিনেতা। তাঁকে এই সম্মান দিতে পেরে WBFJA অত্যন্ত খুশি। আর উনি এই সম্মান গ্রহণ করবেন জেনে, আনন্দ আরও দ্বিগুণ হয়ে গিয়েছে।
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম