।। প্রথম কলকাতা ।।
Dhaka Metro: বাংলাদেশে (Bangladesh) মেট্রোর (Metro)উদ্বোধনের পর প্রথম সফরে যাত্রী হলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা (PM Sheikh Hasina)। এই প্রথম বাংলাদেশে ২৮শে নভেম্বর মেট্রোরেল (Metro rail) চালু হয়েছে। মেট্রো রেলকে ঘিরে দেশবাসীর উচ্ছ্বাস ছিল কানায় কানায় পূর্ণ। এই মেট্রো চলবে উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত। ভালো লাগার আরেকটি বিষয় হল, বাংলাদেশের মেট্রো রেলের প্রথম ট্রেনটির চালকের আসনে ছিলেন একজন নারী। উদ্বোধনের দিন প্রধানমন্ত্রীর নিরাপত্তায় আগারগাঁও থেকে দিয়াবাড়ী পর্যন্ত ঢাকা মেট্রোপলিটন পুলিশ প্রায় সাতটি নির্দেশনা দিয়েছিল।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১১.৭৩ কিলোমিটার ম্যাচ রেপিড ট্রানজিট লাইন ছয়-এর দিয়াবাড়ী ফলক উন্মোচনের মাধ্যমে মেট্রো রেলের উদ্বোধন করেন। এই উদ্বোধন অনুষ্ঠানে ৫০ টাকার একটি স্মারক নোট প্রকাশ করেছেন। প্রধানমন্ত্রী নিজে উত্তরা দিয়াবাড়ি থেকে একটি টিকিট কেনেন, তারপর আগারগাঁও পৌঁছান।
মেট্রোরেলের প্রথম চালক হিসেবে ছিলেন মরিয়ম আফিজা। মরিয়ম নোয়াখালী বিজ্ঞান এবং প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে কেমিস্ট্রি অ্যান্ড কেমিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের স্নাতকোত্তর করে মেট্রোরেলের চাকরিতে যোগ দিয়েছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে এই যাত্রায় সহযাত্রী হিসেবে ছিলেন প্রায় ২ শতাধিক নাগরিক। তার মধ্যে ছিলেন স্কুল কলেজ আর মাদ্রাসার শিক্ষার্থী, বীর মুক্তি যোদ্ধা, পোশাক কর্মী, রিকশাচালক, সবজি বিক্রেতা, মসজিদের ইমাম, ব্যবসায়ী সহ সরকারের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা।
২০১৬ সালের জুনে শেখ হাসিনা মেট্রো রেল প্রকল্পের নির্মাণ কাজের উদ্বোধন করেছিলেন। এক্ষেত্রে বাংলাদেশকে আর্থিক সাহায্য করেছে জাপানি সংস্থার জাইকা। পদ্মা সেতুর পর বাংলাদেশ মেট্রোরেল উদ্বোধনের মাধ্যমে নতুন মাইলফলক স্থাপন করল। সাধারণ মানুষ মনে করছেন, এর ফলে ঢাকার যানজট আগের থেকে অনেকটা কমবে।
বাংলাদেশের মেট্রোরেলের বিশেষ বৈশিষ্ট্য
বাংলাদেশের মেট্রোরেলের প্রতিটি ট্রেনে রয়েছে ছয়টি কোচ। দুই প্রান্তে থাকা দুটি কোচের নাম ট্রেইলর কার। এখানে থাকবেন চালক। স্টেশনে ট্রেন ধামার পর স্বয়ংক্রিয়ভাবে ট্রেনের দরজা খুলবে আবার নির্দিষ্ট সময় বন্ধ হয়ে যাবে। এক একটি ট্রেনে বসার সিট রয়েছে ৩০৬টি করে। ট্রেইলর কারে রয়েছে ৪৮টি করে বসার সিট। মাঝখানে চারটি কোচ অর্থাৎ মোটর কারের প্রতিটিতে রয়েছে ৫৪টি সিট। এক একটি কোচ প্রায় সাড়ে ৯ ফুট চওড়া। বহু যাত্রী অনায়াসে দাঁড়িয়েও ভ্রমণ করতে পারবেন। প্রতি ঘন্টায় বাংলাদেশ মেট্রো রেল প্রায় ৬০ হাজার যাত্রী পরিবহন করবে। বাংলাদেশের মেট্রো রেলের সর্বনিম্ন ভাড়া নির্ধারিত হয়েছে ২০ টাকা। উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত যেতে গেলে খরচ পড়বে ১০০ টাকা। আবার উত্তরা থেকে আগারগাঁও স্টেশনের ভাড়ার ৬০ টাকা। ঢাকা মেট্রোরেলে রয়েছে কার্ডের ব্যবস্থা। প্রতিটি স্টেশনে থাকা যন্ত্রে কার্ডে রিচার্জ করা যাবে। কেউ ইচ্ছা করলে সাপ্তাহিক, মাসিক কিংবা পারিবারিক কার্ড কিনতে পারেন।
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম