।।প্রথম কলকাতা।।
Gift business: উপহার কথাটি শুনলে যে কোনো বয়সের মানুষের মনে একটু ভালো লাগা উৎসাহ আর অনেকটা উত্তেজনা আসে। কোনো কারণ হোক বা অকারন গিফট পেয়ে খুশি হয় না এমন মানুষ খুব কম আছে। আর এখনকার দিনে কোনো ছোট উৎসব হোক বা বড় নিমন্ত্রিত ব্যক্তিরা কিছু হাতে করে গিফট নিয়ে যায়। আর উপহারের দোকান এমন একটি ব্যবসা যেটা অল্প বা মাঝারি পুঁজির থেকে শুরু করা যায়। কোনো অল্প বয়সী মহিলা থেকে যে কেউ উপহারের ব্যবসা শুরু করতে পারেন।
দোকানের (Shop)কালেকশনের দিকে বিশেষভাবে নজর দিতে হবে এই ব্যবসায় নামলে। বয়স অনুযায়ী বিভিন্ন রকম দামের উপর স্টক এবং তার সাথে পুরুষ মহিলার জন্য আলাদা বা ইউনিসেক্স জিনিস এর কালেকশন রাখতে হবে। উপহারের ভান্ডারের সাথে প্রতিটি জিনিসের ন্যায্য দাম রাখতে হবে। কারণ স্বাভাবিকভাবেই কিছু মানুষ উপহার দেওয়ার সময় যাতে একটু কম খরচে উপহার দেওয়া যায় সেই আশা করেন। আবার প্রয়োজন ও গুরুত্বের সাথে উপহারের দামে তারতম্য ঘটে।
দোকানের জন্য যথার্থ নাম ঠিক করতে হবে। কোন জায়গায় দোকান করবেন সেটা নিয়ে ভাবতে হবে। সাধারণত লোকালয়ের মধ্যে উপহারের দোকানগুলি গড়ে উঠলে সেখানে বিক্রি বেশি হয়। তাতে আপনার বিজ্ঞাপন দেওয়ার খরচ কমবে।
সাধারণভাবে উপহারে দোকানগুলিতে একটি আইটেম রেঞ্জ থাকে এই উপহার দোকান গুলির জন্য ক্রেতাদের পৃথকভাবে দেখার জন্য আকর্ষিত করার জন্য বেশ কয়েকটি উল্লেখযোগ্য ধারণা রয়েছে। পেন্সিল টিফিন বক্স, জলের বোতল, কার্ড, গিফট(Gift) ধর্মীয় উপহার, কাপ প্লেটের সেট, ছোট বড় ডিনার সেট, বাচ্চাদের খেলনা মেয়েদের জুয়েলারি বাক্স বাচ্চাদের পড়াশোনার টেবিল, ইত্যাদি।
আপনি যখন ব্যবসায় নামবেন অবশ্যই খেয়াল রাখবেন যেন কোনো কর্তৃপক্ষের সাথে ঝামেলায় না জড়ান। প্রতিটি আইনি নথিগুলি অত্যন্ত প্রয়োজনীয়। উপহারের একটি দোকান ব্যবসা শুরু করার জন্য আপনাকে একটা মাঝারি পরিমান অর্থ ব্যয় করতে হবে যেহেতু অনেক রকম জিনিস একটা জায়গা তৈরি করার খরচ পেপারস প্রস্তুত করতে খরচ হবে সবমিলিয়ে একটা মোটামুটি অংকের বাজেট আপনাকে ধরতে হবে। তবে অনেকেই আবার ঘরেতে এই ব্যবসা করছেন । সে ক্ষেত্রে ২০ থেকে ৩০ হাজারের মধ্যে খরচ পড়বে। আবার অনলাইন অফলাইন দুভাবেই আপনি পণ্যগুলি বিক্রি করতে পারবেন।
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম