।। প্রথম কলকাতা ।।
ঝুলিতে রয়েছে সব প্রশ্নের উত্তর। মানুষের মতোই ভুল থেকে শিক্ষা নিতে পারে। কথা হচ্ছে গুগল সার্চ ইঞ্জিনের সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বি চ্যাট জিপিটির (Chat GPT)। সহজ ও নির্ভুল উত্তর পেতে মানুষের ঢল নেমেছে ওপেনএআই (OpenAI) দ্বারা তৈরি চ্যাট জিপিটি-তে। গত নভেম্বর মাসে লঞ্চ হয় এই চ্যাট বট। এক মাস না গড়াতেই এই প্রযুক্তি নিয়ে মজেছে নেটদুনিয়া। ইউজারদের দাবি, গুগল সার্চের তুলনায় দ্রুত ও ত্রুটিহীন রেজাল্টের জন্য অত্যন্ত সহায়ক চ্যাট জিপিটি।
আরও পড়ুন : Chat GPT: চ্যাট জিপিটি কী? কীভাবে কাজ করে? নতুন এআই নিয়ে চিন্তায় গুগল
সান ফ্রান্সিসকো ভিত্তিক আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স OpenAI Inc. নামক একটি সংস্থা দ্বারা তৈরি করা হয়েছে এই চ্যাটবট। যারা মূলত সুনাম অর্জন করেছিল AI ইমেজ জেনারেটর টুল Dall-E এর জন্য। এই সংস্থার সিইও হলেন স্যাম অল্টম্যান, যিনি পূর্বে ওয়াই কম্বিনেটরের প্রেসিডেন্ট ছিলেন। একটি বড় ল্যাঙ্গুয়েজ মডেল চ্যাট বট দ্বারা নির্মিত এই চ্যাট জিপিটি। রয়েছে কয়েকশো জিবির ডেটাবেস এবং কয়েকশো বিলিয়ন শব্দের ভান্ডার।
এই সমস্ত ডেটাবেস থেকে প্রশিক্ষিত হয়েই বিভিন্ন জটিল থেকে জটিলতর প্রশ্নের উত্তর দিতে পারে চ্যাট বট। মানুষের মতোই উত্তর ভুল হলে তা সংশোধন করে নিতে পারে কম্পিউটার প্রযুক্তিটি। যার উদাহরণ সম্প্রতি তুলে ধরেছেন জনপ্রিয় সোশ্যাল মিডিয়া মাধ্যম Reddit এর প্রোডাক্ট লিড পিটার ইয়াং। তিনি একটি বেসিক অংকের প্রশ্ন রাখে এই চ্যাট বটের কাছে। তবে প্রশ্নে ছিল সামান্য ট্যুইস্ট।
পিটার ইয়াংয়ের প্রশ্ন –
আমার বয়স যখন ৬ বছর ছিল তখন আমার বোনের বয়স ছিল আমার অর্ধেক। আমার এখন ৭০ বছর বয়স, তাহলে আমার বোনের বয়স কত?
Not anymore, the machine just learned from it's mistake lol. pic.twitter.com/OcBZkAsG2x
— nisten (@nisten) December 26, 2022
চ্যাট বট উক্ত প্রশ্নের উত্তর দিয়েছে ৭৩। কিন্তু সঠিক উত্তরটি হল ৬৭। এই প্রশ্নের উত্তর সঠিক দিতে না পারলেও চ্যাট বটের বিশ্লেষণ ছিল আকর্ষণীয়। পরবর্তী প্রশ্নেই যা স্বীকার করে নিয়েছে প্রযুক্তিটি। সোশ্যাল মিডিয়ায় গুঞ্জন, এই চ্যাট বটের ফলেই অনেকেই হাঁফ ছেড়ে বাঁচবে। বিশেষ করে স্কুল পড়ুয়ারা। তবে ভবিষ্যতে এই প্রযুক্তি কতটা কার্যকরী উপায়ে এগিয়ে যেতে পারে তাই এখন দেখার বিষয়।