।। প্রথম কলকাতা ।।
Weather update: সব পাল্টে দিল ২০২২। গত ৫০ বছরের রেকর্ড ভেঙে দিয়েছে তাপমাত্রা। বড়দিনের পর শীতের (Winter) ভাড়ারে এমন টান যে ডিসেম্বরেও ঝরছে ঘাম। একপ্রকার বঙ্গে শীত গিয়েছে চুরি।
আবহাওয়ার খামখেয়ালি আচরণ ক্রমশ লাগামছাড়া হয়ে উঠছে। গত ৫০ বছরের পরিসংখ্যানে ডিসেম্বরের উষ্ণতম দিন ছিল মঙ্গলবার। সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের থেকে ৭ ডিগ্রি বেশি ছিল।
আবহাওয়ার এই উলট পুরান কেন? হাওয়া অফিস জানিয়েছে ঊর্ধ্বত চাপের কারণে জলীয় বাষ্পের অতিরিক্ত প্রবেশের ফলে এই বিপত্তি। তবে তা আজ অর্থাৎ বুধবার থেকে আবহাওয়া বদলে (Change) পথ ধরবে। বিকেল থেকে উত্তরের হওয়ার দাপট বাড়বে। ফলে ধীরে ধীরে পারদ পতন হবে।
আগামীকাল বৃহস্পতিবার থেকে শনিবার পর্যন্ত এই পারদের নিম্নগতি থাকবে। ৩১ শে ডিসেম্বর এবং নতুন বছরের প্রথম দিন উত্তরবঙ্গে একাধিক জেলায় হালকা বৃষ্টি হতে পারে। আগামী ২৪ ঘন্টায় কুয়াশার দেখা মিললেও বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ২৭ ডিগ্রি সেলসিয়াস এর কাছাকাছি থাকতে পারে। অন্যদিকে উচ্চচাপ বলয়ের জেরে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের সমুদ্র থেকে আসা হাওয়ার দাপট বেড়েছে। উত্তরের ঠান্ডা হাওয়া বওয়া কমেছে। সেই কারণেই ডিসেম্বরে শেষে ঊর্ধ্বমুখী তাপমাত্রার সম্মুখীন হতে হচ্ছে বঙ্গবাসীকে।
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম