।। প্রথম কলকাতা ।।
Vastu Tips For shoes: বাস্তুশাস্ত্র বাড়ির শুভ- অশুভ একাধিক বিষয় নিয়ে বিভিন্ন ধারণা দিয়ে থাকে। সকলেই নিজের বাড়িতে সুখ শান্তি বজায় রাখতে চাইবেন। কিন্তু এমন ছোটখাটো ভুলের জন্য যদি বড় কোন সমস্যা সৃষ্টি হয় তাহলে বিষয়টা একেবারেই ভালো হবে না। এই কারণেই বাস্তুশাস্ত্রের উপর বিশ্বাস করেন বহু মানুষ। পরিবারের ক্ষতি এড়াতে বাস্তু শাস্ত্রের বিভিন্ন পরামর্শ মেনে চলার চেষ্টা করা হয়। তেমনি বাস্তুশাস্ত্র (Vastu Shastra) বলছে, বাড়িতে থাকা জুতো এবং চটির মধ্যে নেগেটিভ এনার্জি বাসা বাঁধতে পারে। তাই আপনি কোথায় জুতো রাখছেন এবং কীভাবে রাখছেন তা যথেষ্ট গুরুত্বপূর্ণ।
- বলা হয়, ঘরে ঢোকার পথে যেখানে সেখানে জুতো (Shoes) খুলে ফেলা উচিত নয়। কখনই বাড়ির উত্তর কিংবা পূর্ব দিক অথবা উত্তর-পূর্ব কোণে জুতো রাখবেন না। এতে আর্থিক সংকট বাড়তে পারে।
- বাড়ির উত্তর-পূর্ব কোণে যদি জুতো রাখার জায়গা তৈরি করেন সে ক্ষেত্রে বাড়িতে থাকা পজিটিভ এনার্জি (Positive Energy) বিদায় নিতে পারে । এছাড়াও বাস্তুশাস্ত্র মতে এতে মা লক্ষ্মী রুষ্ট হন।
- জুতো দরজার সামনে ছড়িয়ে ছিটিয়ে রাখা কখনই উচিত নয়। বরং সব সময় কাবার্ড কিংবা সেলফে জুতো গুছিয়ে রাখতে হয়। এতে একদিকে যেমন আপনার জুতোর বয়স সীমা বৃদ্ধি পাবে তেমনি বাড়িতেও বজায় থাকবে সুখ শান্তি।
- সব সময় জুতো বাড়ির দরজার দক্ষিণে বা পশ্চিমে খুলে রাখতে হয়। তাই বাড়ির সদস্যদের জন্য জুতো রাখার জায়গা তৈরি করুন ঘরের দরজার দক্ষিণ বা পশ্চিম দিকে। মূল দরজার সামনে জুতো খুললে তাকে অশুভ বলে মনে করা হয়।
- শোয়ার ঘরে কিংবা বাড়ির খুব একটা ভেতরে জুতো রাখতে নেই । এতে পারিবারিক শান্তি বিঘ্নিত হয়। সব সময় জুতো রাখার জন্য বাড়ির একেবারে সামনে আলাদা জায়গা তৈরি করা উচিত।
বাস্তুশাস্ত্রমতে এই নিয়মগুলি সঠিকভাবে যদি মেনে চলা যায় তাহলে বাড়িতে পজিটিভ এনার্জির আগমন স্পষ্ট বোঝা যায় । অন্যদিকে এই নিয়মগুলি যারা মানেন না তাদের বাড়িতে নেগেটিভ এনার্জির (Negative Energy) প্রভাব খানিকটা বেশি থাকে। যা বিভিন্ন ক্ষেত্রে বাধা সৃষ্টি করতে পারে। বাস্তুশাস্ত্রের মূল উদ্দেশ্য হল, পরিবার এবং পরিবারের সদস্যদের মধ্যে শান্তি বজায় রাখা। এই কারণেই বাস্তুশাস্ত্রে ঘরের প্রত্যেকটি জিনিস নির্দিষ্ট জায়গায় রাখার কথা বলা হয়। সব কিছুর নেপথ্যেই ভালো খারাপ লুকিয়ে রয়েছে এমনটাই বলে বাস্তু। এই বিষয়ে আরও তথ্য সংগ্রহ করতে অবশ্যই কোন বাস্তু বিশেষজ্ঞের পরামর্শ অত্যন্ত জরুরী। এই প্রতিবেদনে দেওয়া তথ্য গুলি কেবলমাত্র সাধারণ জ্ঞানের জন্য।
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম