।। প্রথম কলকাতা ।।
Shah Rukh Khan: বলিউডের বাদশা তিনি। জগৎজোড়া খ্যাতি তাঁর। কিন্তু এই খ্যাতির পাশাপাশি তাঁকে নিয়ে আলোচনা-সমালোচনা কম নেই। কথায় আছে, যাঁর যত বেশি নাম-ডাক তাঁকে নিয়ে চর্চাও তত বেশি। সম্প্রতি শাহরুখ-দীপিকা (Shah Rukh-Deepika) অভিনীত ‘পাঠান’ সিনেমার দুটি গান মুক্তি পেয়েছে। ছবি মুক্তি পাবে আগামী বছর, কিন্তু তার আগেই তাকে নিয়ে নানা বিতর্ক তৈরি হয়েছে। এই সিনেমাকে কেন্দ্র করে বিক্ষোভ শুরু হয়েছিল অযোধ্যায় (Ayodhya)। এবার এই বিক্ষোভের মাঝে অভিনেতার পরলৌকিক ক্রিয়া সম্পন্ন করেছেন সেখানকার সাধুরা।
হয়তো ভাবছেন, এটা ভুয়ো খবর। কিন্তু না আদতে এমনটাই ঘটেছে। ‘পাঠান’ (Pathaan) ছবি মুক্তির আগেই তাকে ‘অশ্লীল’ বলে জানিয়ে দিয়েছেন দেশের একাংশ। মধ্যপ্রদেশের স্বরাষ্ট্রমন্ত্রী নরোত্তম মিশ্র (Narottam Mishra) প্রথম ছবি বয়কটের ডাক দেন। এর পর ভারতের বিভিন্ন জায়গায় বিক্ষোভের আগুন ছড়িয়ে পড়ে। সিনেমাটি নিয়ে হাজারো প্রশ্ন তুলতে থাকে অনেক সংগঠন। অবশেষে এই ছবিকে নিয়ে প্রতিবাদ জানায় অযোধ্যার সাধুরা। ২৬ ডিসেম্বর সেখানকার পরমহংস আচার্য শাহরুখের শ্রদ্ধানুষ্ঠান সম্পন্ন করেন।
‘সময়’ টিভি সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী জানা গিয়েছে, শাহরুখের পোস্টার দিয়ে গোটা শ্রদ্ধানুষ্ঠান সম্পন্ন করেছেন ওই সাধু। ঘড়ার গায়ে অভিনেতার পোস্টার আটকে কাজ করেন। মূলত ছবির প্রথম গান প্রকাশ্যে আসার পর থেকেই এই ঝামেলা তৈরি হয়েছে। গানে অভিনেতা-অভিনেত্রীর পোশাক ও নানা অঙ্গভঙ্গি চোখে লেগেছে অনেকের। যে কারণে অনেক রাজনৈতিক দলও এই ছবি বয়কট করার ডাক দিয়েছে। যশরাজ ফিল্মসের ‘পাঠান’ ছবির পরিচালক সিদ্ধার্থ আনন্দ (Siddharth Anand)। নতুন বছরের শুরুর মাসেই হিন্দি, তামিল এবং তেলেগু ভাষায় মুক্তি পাচ্ছে এই সিনেমা। শাহরুখের কামব্যাক সিনেমা এটি। আর তাই নিয়ে বিতর্কের শেষ নেই।
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম