।। প্রথম কলকাতা ।।
৫জি স্মার্টফোনগুলির জন্য নতুন সফটওয়্যার আপডেট আনলো মোবাইল প্রস্তুতকারক সংস্থা ওপো (Oppo)। ভারতে পঞ্চম প্রজন্মের হাই স্পিড ডাটা সরবরাহ করার জন্য রিলায়েন্স জিও (Reliance Jio) এর সাথে অংশীদারিত্ব করেছে ওপো। একাধিক ৫জি স্মার্টফোনে এই সফটওয়্যার আপডেট দেওয়া হয়েছে, যার আওতায় মূলত রিলায়েন্স জিও-এর স্ট্যান্ডালোন (SA) ৫জি পরিষেবা পাবেন ব্যবহারকারীরা।
এই মুহূর্তে দেশের ৮ শহরে ট্রু ৫ জি পরিষেবা পৌঁছে দিচ্ছে জিও। যেগুলি হল – বেঙ্গালুরু, হায়দ্রাবাদ, মুম্বাই, দিল্লি, কলকাতা, চেন্নাই, বারাণসী এবং নাথদ্বারা। ওপো জানিয়েছে, তাদের এফ সিরিজ, কে সিরিজ ও রেনো সিরিজের একাধিক স্মার্টফোনে এই সফটওয়্যার আপডেট দেওয়া হয়েছে।
যে সমস্ত স্মার্টফোনে ৫জি সফটওয়্যার আপডেট রোল আউট করেছে Oppo –
• Oppo Reno 8
• Oppo Reno 8 Pro
• Oppo Reno 7
• Oppo F21 Pro 5G
• Oppo F19 Pro+
• Oppo K10
• Oppo A53s
সংস্থার তরফে জানানো হয়েছে, এই সমস্ত স্মার্টফোন জিও ৫জি নেটওয়ার্কের সাথে কানেক্ট করার জন্য প্রস্তুত। বাকি ৫জি স্মার্টফোনগুলিতে চলতি বছর নভেম্বর মাসের মধ্যে সফটওয়্যার আপডেট চলে আসবে বলে আশাবাদী তারা। ওপোর পাশাপাশি দক্ষিণ কোরিয়ার মোবাইল সংস্থা স্যামসাং (Samsung) জানিয়েছে, আগামী ডিসেম্বর মাসের মধ্যে সমস্ত ৫জি স্মার্টফোনে ৫জি সফটওয়্যার রোল আউট করা হবে।
এই প্রসঙ্গে ওপো ইন্ডিয়ার ভাইস প্রেসিডেন্ট তসলিম আরিফ জানিয়েছেন, ভারতে ৫জি বিকাশের ক্ষেত্রে ওপো ইন্ডিয়ার নিবেদিত প্রচেষ্টা ব্যবহারকারীদের সত্যিকারের ৫জি অভিজ্ঞতা প্রদান করতে সক্ষম হবে। এই বিকাশের জন্য রিলায়েন্স জিও এর অবদান-কেও ধন্যবাদ জানিয়েছে তারা। তাঁর মতে, আগামী দিনে তাদের সমস্ত ৫জি ডিভাইজ স্ট্যান্ডালোন (SA) ও নন-স্ট্যান্ডালোন সামঞ্জস্যপূর্ণ হয়ে যাবে।