।। প্রথম কলকাতা ।।
Guava cultivation: বাড়ির ছাদে সহজেই পেয়ারা চাষ করা যায়। সঠিক পদ্ধতি মেনে চাষ করলে গাছ ভর্তি ফল মিলবে। পেয়ারার গাছের টবে জল জমে থাকলে পেয়ারা গাছ মরে যাবে। তাই একটি ২০ ইঞ্চি ড্রাম নিয়ে ড্রামের তলায় ৩-৫ টি ছিদ্র করে নিতে হবে। যাতে গাছের গোড়ায় জল জমে না থাকে। টব বা ড্রামের তলার ছিদ্রগুলোতে ইটের ছোট ছোট টুকরা দিতে হবে। এরপর কিছুটা বালি নুড়ি পাথর দিন। তাতে নিকাশি ব্যবস্থা ভালো হবে।
- ২ ভাগ বেলে দোআঁশ মাটি, ১ ভাগ গোবর, ৪০-৫০ গ্রাম ডিএপি সার এবং ৪০-৫০ গ্রাম পটাশ সার দিয়ে ড্রাম বা টব ভরে নিতে হবে। এরপর মাটি জল দিয়ে ১০-১২ দিন ভিজিয়ে রেখে দিতে হবে। এরপর মাটি কিছুটা খুঁচিয়ে দিয়ে আবার ৪-৫ দিন এভাবেই রেখে দিতে হবে যাতে টবের মাটি শুকিয়ে যায়। মাটি শুকিয়ে ঝুরঝুরে হলে একটি সবল সুস্থ চারা ওই টবে রোপন করতে হবে ।
- চারা রোপনের সময় খেয়াল রাখতে হবে গাছের গোড়া যেন মাটি (Soil )থেকে আলাদা না হয়ে যায়। গাছের গোড়ায় মাটি কিছুটা উঁচু করে দিতে হবে।চারা গাছটিকে সোজা রাখতে হবে।
- চারা লাগানোর পর লক্ষ্য রাখতে হবে যেন গাছের গোড়ায় জল জমে না থাকে। তবে গাছের গোড়া শুকিয়ে (Dry) গেলে অল্প পরিমানে জল দিতে হবে। কখনই বেশী পরিমানে জল দিয়ে স্যাঁত স্যাঁতে অবস্থায় রাখা যাবে না ।
- গ্রীষ্মকালে গাছ যাতে বেশী শুকিয়ে না যায় সেদিকে খেয়াল রাখতে হবে । প্রয়োজন হলে গ্রীষ্মকালে সকাল বিকেল দু বেলা করে জল দিতে হবে।সরষের খোল জৈব সার হিসাবে ভাল কাজ দেয়। গোবরে বিকল্প হিসাবে খুব ভাল কাজ করে সরষের খোল। সরষের খোল ১০ দিন জলে ভিজিয়ে রাখতে হবে। তারপর সেই পচা খোল জলে পাতলা করে গাছের গোড়ায় দিতে হবে ।
- গাছ লাগানোর ৪/৫ মাস পর থেকে নিয়মিত ১৫-২০ দিন অন্তর অন্তর সরষের খোল পচা জল প্রয়োগ করতে হবে। এক বছর পর টবের আংশিক মাটি পরিবর্তন করে দিতে হবে।
- গাছ লাগানোর ২ বছর পর সেপ্টেম্বর-অক্টোবর মাসে পেয়ারার ডাল কেটে দিতে হবে। ছাদের গাছকে যতটা সম্ভব ছোট রাখতে হবে। ডাল পালা বড় হলে ফলন কম হবে। গাছকে ছোট রাখলেই ছাদের গাছে অধিক ফলন পাওয়া যাবে।
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম