।। প্রথম কলকাতা ।।
একদিনের ক্রিকেটে দ্রুততম দ্বি-শতরান কার জানেন? ছয়টি বিশ্বকাপ খেলার রেকর্ড কার দখলে? ২০২২ সালে ভারতীয় ক্রিকেটে এইরকম একাধিক ঘটনার সাক্ষী থেকেছি আমরা। বিরাটের অধিনায়কত্ব ছাড়া থেকে বোর্ডের পালাবদল, মিতালির অবসর থেকে হার্দিকের সাফল্য। প্রাপ্তি, অপ্রাপ্তি নিয়েই কাটল বছরটা। চলুন একবার চোখ ফিরিয়ে দেখা যাক।
১) ২০২২ সালে দক্ষিণ আফ্রিকা সফরে টেস্ট সিরিজ হারের পর জাতীয় দলের টেস্ট অধিনায়কত্ব ছাড়েন বিরাট কোহলি।
২)২০২২ সালে সর্বাধিক পঞ্চমবার অনু্র্ধ্ব ১৯ বিশ্বকাপ জেতার রেকর্ড গড়ে ভারতীয় অনু্র্ধ্ব ১৯ ক্রিকেট দল।
৩) প্রথম মহিলা ক্রিকেটার হিসেবে ষষ্ঠ ক্রিকেট বিশ্বকাপ খেলার রেকর্ড গড়েন মিতালি রাজ।
৪) প্রথমবার আইপিএলের মঞ্চে অভিযানেই হার্দিক পান্ডিয়ার নেতৃত্বে চ্যাম্পিয়ন হয় গুজরাট টাইটান্স।
৫) বিরাট কোহলি চলতি বছরে প্রথম ভারতীয় হিসেবে ইনস্টাগ্রামে ২০০ মিলিয়ন ফলোয়ার্স হওয়ার রেকর্ড গড়েন।
৬) ২০২২ সালে ভারতীয় কিংবদন্তী মহিলা ক্রিকেটার মিতালি রাজ আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর ঘোষণা করেন।
৭) কমনওয়েলথ গেমসে মহিলাদের টি-২০ প্রতিযোগিতায় রুপো জয় করে ভারতীয় দল।
৮) ভারতের প্রথম ও বিশ্বে দ্বিতীয় ক্রিকেটার হিসেবে টেস্ট, ওডিআই ও টি২০ সব ফর্ম্যাটে ১০০ ম্যাচ খেলার রেকর্ড গড়েন বিরাট কোহলি।
৯) ২০২২ সালে বিসিসিআই ছেলেদের ও মেয়েদের ক্রিকেটে সম বেতনের ঘোষণা করেন।
১০) বিরাট কোহলি চলতি বছরে প্রথম ব্যাটার হিসেবে আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটে ৪ হাজার রান করেছেন।
১১) প্রথম ভারতীয় হিসেবে এক মরসুমে আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটে ১০০০ রান করার রেকর্ড গড়েছেন সূর্যকুমার যাদব।
১২) বিজয় হাজারে ট্রফিতে এক ওভারে ৭টি ছয় মেরে রেকর্ড গড়েন ঋতুরাজ গায়কোয়াড়।
১৩) তামিলনাড়ুর ক্রিকেটার এন জগদীশান বিজয় হাজারে ট্রফিতে ২৭৭ রান করে ঘরোয়া ক্রিকেটে সর্বোচ্চ স্কোরের রেকর্ড গড়েন।
১৪) পুরুষদের একদিনের ক্রিকেটে দ্রুততম দ্বিশতরান করার রেকর্ড গড়েন ইশান কিশান।
১৫) ২০২২ সালেই পালাবদল হয় বিসিসিআই-র। সৌরভ গাঙ্গুলিকে সরিয়ে ৩৬তম বোর্ড প্রেসিডেন্ট হন রজার বিনি।